আক্তার হোসাইন
ল্যাম্প পোষ্টের নিচে,
বাসের অপেক্ষায় তুমি ছিলে দাঁড়িয়ে।
সেদিন প্রথম তোমায় দেখেছিলাম এক পলক!
আমি শুধু চেয়েছিলাম তোমার দিকে।
তুমি জানালার পাশে বসে ছিলে এলো চুলে,
খানিক বাদে বাস দিল ছাড়ি,
তুমি অজানা দিগন্ত দিলে পাড়ি।
আমি শুধু চেয়ে থাকি তুমি ফিরবে,
বলবে ভালোবাসি তোমায়।
আমি ঐ পথ পানে চেয়ে থাকি।।
~আক্তার হোসাইন~
সহ-সভাপতি,নাটোর জেলা কবি সাহিত্য পরিষদ।