গোলাম মুক্তাদির সবুজ. দুপচাচিয়া (বগুড়া) প্রতিনিধি :দুপচাঁচিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া-নওগাঁ সড়কের থানা বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের দুপচাঁচিয়া শাখা কার্যালয়ে রবিবার দুপুরে অভিযান চালিয়ে পৌর কাউন্সিলর সহ ৭জুয়ারুকে গ্রেপ্তার করেছে।
ঘটনাস্থল থেকে পুলিশ জুয়ার সরঞ্জামাদি সহ জুয়া খেলায় ব্যবহৃত ১লাখ ৯হাজার টাকা জব্দ করেছে। গ্রেপ্তারকৃত জুয়ারুরা হলো পৌর সদরের ধোকরকোলা মহল্লার মৃত আরমান মিস্ত্রীর ছেলে ৪নং ওয়ার্ড কাউন্সিলর, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন দুপচাঁচিয়া শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা শ্রমিকলীগের সহসভাপতি আজিম মিস্ত্রী, মেইল বাসস্ট্যান্ড এলাকার আজাদ আলীর ছেলে বুলবুল আহম্মেদ, মহলদার পাড়া মহল্লার দেলোয়ার হোসেনের ছেলে হাবিবুর রহমান, সঞ্জয়পুর মহল্লার কছির উদ্দিনের ছেলে মিজানুর রহমান, উপজেলার চামরুল ইউনিয়নের ঘাটমাগুড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক, বগুড়া সদরের নিশিন্দারা মন্ডলপাড়ার আব্দুল আলীর ছেলে আব্দুল মজিদ ও নন্দীগ্রাম উপজেলার মির্জাপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে আহসান হাবীব।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, থানা বাস্ট্যান্ড এলাকা থেকে পৌর কাউন্সিলর সহ ৭জুয়ারুকে গ্রেপ্তার সহ তাদের হেফাজত থেকে জুয়ার সরঞ্জামাদি সহ ১লাখ ৯হাজার টাকা জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে।