পশ্চিমবঙ্গের বেসরকারি টেলিভিশন চ্যানেল জি-বাংলার দর্শকপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’-এর ১০ম মৌসুমের প্রাথমিক বাছাই পর্বে ১২ জন বাংলাদেশিকে চূড়ান্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মীরাক্কেলের সাবেক প্রতিযোগী ও বাংলাদেশ অংশের অন্যতম বিচারক ইশতিয়াক নাসির।
তিনি জানান, এই ১২ জন প্রতিযোগীকে কলকাতায় অডিশনসহ আরও একটি ধাপ পার হতে হবে। অডিশনের পর গ্রুমিংয়ের মাধ্যমে তৃতীয় দফা নির্বাচন হবে। তারপরই মীরাক্কেলের মঞ্চে যেতে পারবেন তারা।
ইশতিয়াক নাসির আরও বলেন, ‘১২ জন প্রতিযোগী কারা, তা এখনই জানানো হচ্ছে না। কারণ তাদের আরও দুটি ধাপ পার হতে হবে। এরপরই তারা মীরাক্কেলের জন্য চূড়ান্ত হবেন। পূজার পর ১২ জন প্রতিযোগী কলকাতায় অডিশন দেবেন।’
এদিকে, গত ২৭ সেপ্টেম্বর গুলশানের ইমানুয়েলস ব্যাঙ্কুয়েট হলে ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’-এর বাংলাদেশি প্রতিযোগীর অডিশন হয়। এতে প্রধান বিচারক হিসেবে ছিলেন মীরাক্কেলের পরিচালক শুভঙ্কর চ্যাটার্জি। আর বাংলাদেশ থেকে বিচারকের দায়িত্ব পালন করেন আবু হেনা রনি, ইশতিয়াক নাসির, কমরউদ্দিন আরমানসহ অনেকে।