যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়ার মালিকানাধীন অবৈধ ইয়ংমেনস ক্লাবের ক্যাসিনোতে অভিযানের পর ঢাকার আরও তিনটি ক্লাবে অভিযান চালিয়েছে র্যাব। এসব ক্লাব থেকে জুয়ার ২৩ লাখ টাকা উদ্ধার এবং ৪০ জনকে আটক করা হয়েছে।
রাজধানীর ফকিরেরপুল এলাকায় ওয়ান্ডারার্স ক্লাবে অভিযান চালায় র্যাব। বুধবার রাত পৌনে নয়টার দিকে চালানো ওই অভিযানে জুয়ার বোর্ড, ২০ লাখ ২৭ হাজার আসল টাকা, ২০ হাজার ৫০০ জাল টাকা ও তাস জব্দ করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
রাতে রাজধানীর গুলিস্তান এলাকায় পীর ইয়ামিন মার্কেটের পাশে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের অবৈধ ক্যাসিনোর বিরুদ্ধে র্যাব-৩ অভিযান চালায়। সেখান থেকে জুয়ার সরঞ্জাম, ৪ লাখ ৯৮ হাজার ৬০০ টাকা, একটি কষ্টি পাথরের মুর্তি উদ্ধার করা হয়। সেখান থেকে গ্রেফতার করা হয়েছে ৪০ জনকে।
এ ছাড়া বনানীর আহমদ টাওয়ারে ‘গোল্ডেন ঢাকা বাংলাদেশ’ নামে একটি ক্যাসিনো চালানো হয়। সেখানে অভিযানে গিয়ে ক্যাসিনোটি তালাবন্ধ পাওয়া গেছে। সেটি সিলগালা করা হয়েছে, পরে ভেতরে তল্লাশি চালানো হবে।
এর আগে বিকেলে ফকিরাপুলের ইয়ংমেনস ক্লাবে অভিযান চালায় র্যাব। সেখান থেকে বিপুল পরিমাণ মদ ও অর্থসহ ১৪২ জনকে আটক করে র্যাব। অবৈধ জুয়া ও ক্যা