চলতি ত্রিদেশীয় সিরিজের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকাল সন্ধ্যায় মাঠে নামবে টাইগাররা। ফাইনালে যেতে হলে এই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে।
এখন পর্যন্ত এই সিরিজে বাংলাদেশ দুটি ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জিতেছে দলটি। তবে দ্বিতীয় ম্যাচেই হেরেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ওই ম্যাচে পাত্তাই পায়নি তারা।
এই সিরিজে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে দুটি করে মোট চারটি ম্যাচ খেলবে। এই চার ম্যাচের পর পয়েন্ট তালিকায় সেরা দুটি দল খেলবে ফাইনাল। আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ জিতলেই বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হয়ে যাবে। আর হারলেই ঝুলে যাবে ভাগ্য।
এই ম্যাচে বাংলাদেশের একাদশে নিশ্চিত ভাবেই পরিবর্তন আসতে যাচ্ছে। কেননা বাংলাদেশের শেষ দুটি ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডেই এসেছে পরিবর্তন।
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
১. লিটন দাস
২. নাঈম শেখ
৩. সাকিব আল হাসান
৪. মুশফিকুর রহীম
৫. মাহমুদউল্লাহ রিয়াদ
৬. আফিফ হোসেন
৭. মোসাদ্দেক হোসেন
৮. সাব্বির রহমান/ রুবেল হোসেন
৯. সাইফউদ্দিন
১০. মুস্তাফিজুর রহমান
১১. তাইজুল ইসলাম/ বিল্পব