নিজেকে নতুন রুপে উপস্থাপন করতে পছন্দ করেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। এবারও এর ব্যতিক্রম হলো না। আবারও নতুন গান ও ভিডিও দিয়ে দর্শক-শ্রোতাদের চমকে দিয়েছেন তিনি।
সম্প্রতি প্রকাশ করেছেন নতুন গানের ভিডিও ‘ডুবে যাই’। এসএস মিউজিক ক্লাবের ইউটিউবে প্রকাশিত এই গানের ভিডিও এরই মধ্যে দেখেছেন ১ লাখেরও বেশি দর্শক। ফাওজিয়া সুলতানা পলির কথায় গানটির সুর-সংগীত করেছেন শিল্পী নিজেই। সিনেমাটিক স্টাইলে এই মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ওসমান মিরাজ। এতে হাবিবের সঙ্গে মডেল হয়েছেন নীলাঞ্জনা।
গানটি প্রসঙ্গে হাবিব বলেন, ‘আমার শ্রোতা ও ভক্তরা আমার কাছে যেমন গান শুনতে চান “ডুবে যাই” তেমনি একটি গান। এর আগে, আমি বেশ কয়েকটি গল্পভিত্তিক ভিডিওতে কাজ করেছি। কিন্তু আমার কাছে মনে হয় গানের সঙ্গে গল্প না মিলিয়ে, গানটি যেমন তার সঙ্গে মিল রেখেই ভিডিও করা উচিৎ। এটি তেমনই একটি গান। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’
জানা গেছে, এসএস মিউজিক ক্লাবের ব্যানারে হাবিবের আরও কিছু গান প্রকাশ হবে।