ক্রীড়া ডেস্ক :
চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার (৩০ আগস্ট) বিকালে টাইগারদের টেস্ট স্কোয়াড ঘোষণা করা হয়।
এ টেস্টে টাইগারদের হয়ে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সাকিব আল হাসান। দলে পেসার তাসকিন আহমেদের সুযোগ হলেও টাইগারদের স্কোয়াডে নেই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। স্কোয়াডে না থাকা মোস্তাফিজকে অনেক বেশি মিস করবেন বলে জানিয়েছেন বাংলাদেশের নতুন বোলিং কোচ চার্লস ল্যাঙ্গাভেল্ট।
শনিবার (৩১ আগস্ট) সংবাদ মাধ্যমের সঙ্গে নানান বিষয়ে কথার ভিড়ে মোস্তাফিজের ব্যাপারে এসব কথা বলেন তিনি।
ল্যাঙ্গাভেল্টের ভাষ্যে, মোস্তাফিজের মতো বোলারকে কে মিস করবে না? সে দারুণ একজন বোলার। আপনি যদি তাকে মিস না করেন, তাহলে নিশ্চয়ই আপনার মধ্যে কোনো সমস্যা রয়েছে। আমরা সবাই তাকে মিস করবো, তবে আমার ভালো দিকটাও দেখতে হবে। সে যখন ইনজুরিতে থাকবে, তখন তার ব্যাকআপ বোলারও প্রয়োজন আছে আমাদের।