জনগণের কণ্ঠ ডেস্ক :
নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলায় দুই জন ও চুরি মামলার পলাতক একজন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শনিবার (৩১ আগস্ট) আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ জহুরুল হক জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে অভিযান পরিচালনা করে মাদক মামলার পলাতক আসামী ওই গ্রামের খোদাবক্সের ছেলে সোহান (২৩) ও মিনাল হোসেনের ছেলে রিমন (২০) কে গ্রেফতার করা হয়।
এছাড়া সম্প্রতি একটি চুরি মামলার পলাতক আসামী একই গ্রামের মকবুল হোসেনের ছেলে ভুট্ট আহম্মেদ (১৯) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শনিবার দিন আদালতে প্রেরণ করা হয়েছে।