আগামী ৬ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। সপ্তম আসরের শক্তিশালী দল সাজাচ্ছে দলগুলো। এই আসরে শক্তিশালী দল বানাতে ইতিমধ্যে ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগানকে চুক্তিবদ্ধ করেছে ঢাকা ডায়নামাইটস। প্রতিবারই বিপিএলে দল গঠনে এগিয়ে থাকে ঢাকা। দেশীয় কোচ খালেদ মাহমুদ সুজনই এই ঢাকা ডায়নামাইটসের কোচের দায়িত্বে থাকেন। এবার ঢাকায় হয়ে খেলার কথা ছিল ইয়ন মরগানের। তবে ইনজুরিতে বিপিএল খেলা হচ্ছে তার।
দলীয় সূত্রের খবর অনুযায়ী, ইনজুরিতে পড়েছেন মরগান। যার ফলে বিপিএল খেলতে আসছেন না এই বিশ্বকাপজয়ী অধিনায়ক। ফ্রাঞ্চাইজি লিগে দুর্দান্ত খেলেন মরগান। তার না পাওয়া ঢাকার জন্য বড় ধাক্কা।
ইংল্যান্ডে জাতীয় দল ছাড়াও বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে খেলে বেড়ান ইংলিশ অধিনায়ক। প্রথমবারের মতো বিপিএলে খেলতে ঢাকায় চুক্তিবদ্ধ হয়। তবে শেষ পর্যন্ত ইনজুরিতে এবারও দেখা যাবে না এই তারকাকে। মরগানের জায়গায় কাকে দলের নিবে এই ফ্রাঞ্চাইজি। সে খবর এখনও পাওয়া যায়নি।