‘ফিগার আমার দেশলাই/ সারাদেশে এমন পিস নাই/ নেশারই রঙে নানান ঢঙে/ নাচ না আমার সঙ্গে’ এমন গানের কথায় সম্প্রতি কোমর দোলালেন আলোচিত মডেল সানাই মাহবুব। আর তাতেই ‘ফিট’ হয়ে শুয়ে পড়েন বাকিরা। সম্প্রতি এমন দৃশ্য দেখা যায় বিএফডিসিতে।
‘দেশলাই’ শিরোনামের এই গানের কথা লিখেছেন সুদীপ কুমার দ্বীপ, কন্ঠ দিয়েছেন শিল্পী সাবাহ। একে আজাদের পরিচালনায় এই গানের সুরে নেচেছেন সানাই। সঙ্গে তার সখিরা তাল দিচ্ছেন। এটি একটি মিউজিক্যাল ফিল্মের আইটেম গানে দেখা যাবে। সম্প্রতি ঢাকাসহ আশপাশের বিভিন্ন মনোরশ লোকেশনে গানটির চিত্রায়ন শেষ হয়েছে।
গানটি প্রসঙ্গে সানাই বলেন, বেশ বড় বাজেটের আইটেম গান এটি। আশা করছি ঈদের বড় চমক হবে। ভিডিওতে আমার সঙ্গে চলচ্চিত্রের খলনায়ক ডনও আছেন। এ ছাড়া আরো ৩০ জন গানটির সঙ্গে নৃত্যে অংশ নিয়েছেন।
খুব তারাতারি ইউটিউবে প্রকাশ হবে গানটি।