ব্রেকিং নিউজ

মাশরাফির পর কে হবেন পেস বোলিংয়ের নেতা

মাশরাফি মর্তুজা প্রায় দুই দশক ধরে বাংলাদেশ দলকে পেইস বোলিংয়ে দারুণ ভাবে নেতৃত্ব দিয়ে আসছেন। কিন্তু সময় ত আর থেমে থাকে না। দেখতে দেখতে কেটে গেছে অনেক বছর। বয়সটাও দিন দিন বেড়েই চলেছে। টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন। টেস্ট ক্রিকেটকে বিদায় না জানালেও খেলছেন না প্রায় অনেক দিন যাবত। ওয়ানডেতেও বিদায় জানিয়ে দিবেন। সব কিছু ঠিকঠাক এখন শুধু সময়ের অপেক্ষা।কিন্তু জাতীয় দলে মাশরাফির পর কে হবেন পেস বোলিংয়ের নেতা..????

বাংলাদেশ দলে পেস বোলিং আক্রমণের নেতৃত্বটা প্রায় দুই দশক ধরে পালন করে আসছেন মাশরাফি বিন মুর্তজা। কিন্তু ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে ইনজুরি ও অফ ফর্মের ছায়াটা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। মাশরাফি সর্বশেষ টেস্ট খেলেছেন ২০০৯ সালে, ২০১৭ সালে জানিয়েছেন টি-টোয়েন্টিকে বিদায়। ওয়ানডেতেও স্পাইকজোড়া পুরোপুরি তুলে রাখার সময়টা এসেই গেছে বলা যায়। কিন্তু ক্রিকেট তো থেমে থাকবে না। মাশরাফির জায়গায় নতুন কেউ পেস বোলিং আক্রমণের নেতা হবেন। তিনি কে?

এই তালিকায় সবার উপরেই আছেন কাটার মাস্টার মুস্তাফিজ। এখন দেখার অপেক্ষা রুবেল,শফিউল, তাসকিন নাকি মুস্তাফিজ কার কাঁদে উঠে বাংলাদেশের পেইস বোলিংয়ের গুরু দ্বায়িত্ব। মাশরাফির পর কেই বা হবেন বাংলাদেশের পেইস বোলিংয়ের নেতা।

Leave a Reply