জম্মু-কাশ্মীরে প্রশাসন ও অন্যান্য ক্ষেত্রে মানবসম্পদ ভাগের জন্য বিজেপি সরকার একটি কমিটি গঠন করতে যাচ্ছে। কাশ্মীরকে দুই কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগের প্রস্তাব পাসের পর এবার কেন্দ্র এ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, জম্মু-কাশ্মীরের একাংশে টেলিফোন ও ইন্টারনেট পরিসেবা চালু এবং চলাচলে নিষেধাজ্ঞা শিথিল করা হলেও এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
কাশ্মীরকে অভ্যন্তরীণ বিষয় দাবি করে এ বিষয়ে নাক না গলাতে পাকিস্তানকে সতর্ক করেছে ভারত। নয়াদিল্লির সঙ্গে উত্তেজনার মধ্যেই ট্রেনের পর এবার নয়াদিল্লি এবং অমৃতসরগামী বাস সেবা ‘দোস্তি’ বন্ধের ঘোষণা দিয়েছে পাকিস্তান।
এদিকে, কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে ন্যায়বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছে চীন।