ভারতীয় টেলিভিশন চ্যানেল জি বাংলার রিয়ালিটি শো সারেগামাপা’র এবারের চ্যাম্পিয়ন ঘোষণার বিষয়টি নিয়ে কম জল ঘোলা হয়নি। এখনো সেই বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
ভারতীয় অনলাইন পোর্টাল কলকাতা গসিপ এ নিয়ে একটি জরিপ শুরু করেছে।
এখন পর্যন্ত অনলাইনের সেই জরিপে ভোট পড়েছে ৫৩ হাজার ছয়শ। সেখানে অঙ্কিতা পেয়েছেন ৫৯ শতাংশ ভোট এবং বাকি ৪১ শতাংশ ভোট পেয়েছেন নোবেল।
অনলাইন জরিপ পোলে লাইক, কমেন্ট ও শেয়ার অপশন আছে। সেখানে লিয়া মণ্ডল নামে একজন মন্তব্য করেছেন, নোবেল এবং অঙ্কিতা কেউ কারো থেকে কম নয়। কিন্তু তার পরেও নোবেল সেরা। শুধু বাংলাদেশি বলেই তার সঙ্গে এমনটা করা হলো। তার পরেও নোবেলই সেরা।
অর্পিতা সাধু খান লিখেছেন, নোবেল অনেক পিছিয়ে অঙ্কিতার থেকে।
দু’জনের মধ্যে তুলনা করে অঙ্কিতাকে অপমান করবেন না প্লিজ। অঙ্কিতার জয়টাকে এতো খেলো করে দেবেন না প্লিজ।
রানা দাস লিখেছেন, অঙ্কিতা প্রথম হয়েছে, এ নিয়ে কোনো কথা নাই। প্রথম থেকেই বলছি এই মেয়েটা প্রথম হবে। কিন্তু নোবেলকে তৃতীয় করাটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আপনারা অনেকেই নোবেল সম্পর্কে খারাপ কথা বলেছেন। তাহলে তো আপনাদের বিচারক দের যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। নোবেল শুধু বাংলাদেশি বলে ওকে থার্ড করা হয়েছে। যারা নোবেলের গান নিয়ে সমালোচনা করেছেন, একবার তার মতো গেয়ে দেখান।
গৌরি রায় লিখেছেন, নোবেল একই ধাঁচের গান গায়। গানে ভিন্নতা না থাকলে সেরা হওয়া যায় না। বিশ্বসুন্দরী হতে গেলে শুধু রূপ থাকলে হয় না। সব ধরনের যোগ্যতা লাগে।
সাম্যদ্বীপ সেন শর্মা লিখেছেন, নোবেল খুব ভালো গান গায়। কিন্তু ও ভার্সেটাইল সিঙ্গার নয়। একই প্রকৃতির গান গায় সে।