উইমেন টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম দিনই মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। আসরের উদ্বোধনী দিনে লাল-সবুজদের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। আর গতবারের রানার্স আয়ারল্যান্ড মোকাবেলা করবে নামিবিয়াকে।
স্কটল্যান্ডে ৩১ আগস্ট মাঠে গড়াচ্ছে টুর্নামেন্টের বাছাই পর্ব। চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। লিগ-কাম-নকআউট টুর্নামেন্ট থেকে সেরা দুটি দল পাবে ২০২০ সালে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া উইমেন টি-টুয়েন্টি আসরের টিকিট।
প্রথম দিন থাকছে আরো দুটি ম্যাচ। স্বাগতিক স্কটল্যান্ডের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। থাইল্যান্ড খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। প্রথম দিন আট দলের চারটি ম্যাচ হবে দুটি ভেন্যুতে- ডান্ডির ফোরফারশায়ার ক্রিকেট ক্লাব ও আরব্রোয়াথ ক্রিকেট ক্লাবে।
আন্তর্জাতিক ক্রিকেটে জিম্বাবুয়ে নিষিদ্ধ হওয়ার কারণে আফ্রিকান অঞ্চলের বাছাই পর্বে দ্বিতীয় হয়েও খেলবে নামিবিয়া। এছাড়া নেদারল্যান্ডস (ইউরোপ), পাপুয়া নিউগিনি (ইস্ট এশিয়া-প্যাসিফিক), থাইল্যান্ড (এশিয়া) ও যুক্তরাষ্ট্র (আমেরিকা) নিজ নিজ অঞ্চলের বাছাই পর্বে সেরা হয়েই খেলতে যাচ্ছে এ আসরে। স্কটল্যান্ড খেলছে আয়োজক ক্যাটাগরিতে।
আটটি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। সেখান থেকে বেছে নেওয়া হবে চার সেমিফাইনালিস্টকে। এখান থেকে দুটি দল খেলবে ২১ ফেব্রুয়ারি থেকে-৮ মার্চ পর্যন্ত ক্যানবেরা, মেলবোর্ন, পার্থ ও সিডনিতে অনুষ্ঠেয় আইসিসি উইমেন টি-টুয়েন্টি বিশ্বকাপে।
এ গ্রুপে ক্যাপ্টেন সালমা খাতুনের দলের প্রতিপক্ষ স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও যুক্তরাষ্ট্র। বি গ্রুপে লড়বে আয়ারল্যান্ড, থাইল্যান্ড, নামিবিয়া ও নেদারল্যান্ডস। বাছাই পর্ব শুরুর আগে ২৯ আগস্ট প্রতিটি দল একটি করে প্রস্তুতি ম্যাচ খেলতে পারবে।
৫ সেপ্টেম্বর হবে সেমি-ফাইনাল। ফোরফারশায়ার ক্রিকেট ক্লাবে ফাইনাল হবে ৭ সেপ্টেম্বর।