ব্রেকিং নিউজ

ভারতের যেকোন অবৈধ পদক্ষেপের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ার পাকিস্তানি সেনাবাহিনীর

কাশ্মীর ইস্যুতে ভারত এবং পাকিস্তানকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তবে ভারতের যেকোন অবৈধ পদক্ষেপের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ার করেছে পাকিস্তানি সেনাবাহিনী। এদিকে জম্মু-কাশ্মীরে পাঁচদিন পর আংশিকভাবে টেলিফোন এবং ইন্টারনেট সার্ভিস চালু করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের প্রতিবাদে, বৃহস্পতিবার পাকিস্তানের করাচিতে বিক্ষোভ করেন বহু নারী। তারা কাশ্মীর ইস্যুতে ভারতীয় পদক্ষেপের কঠোর সমালোচনা করেন। সঙ্কট সমাধনে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন প্রতিবাদকারীরা। কাশ্মীর ইস্যুতে ভারত এবং পাকিস্তানের মধ্যকার চলমান চরম উত্তেজনার মধ্যেই, দুই দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতোরেস।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থার মহাসচিবের মুখপাত্র। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, জাতিসংঘ মহাসচিব জম্মু-কাশ্মীর পরিস্থিতি গভীরভাকে পর্যবেক্ষণ করছেন।

তিনি সর্বোচ্চ সহনশীল আচরণ দেখাতে উভয়পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তবে জাতিসংঘ মহাসচিবের এমন আহ্বানের পরও ভারতের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে পাকিস্তানের সেনাবাহিনী। শুক্রবার দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, কাশ্মীরে ভারত কোনো সামরিক অভিযান চালালে তার কঠোর জবাব দেয়া হবে। এরমধ্যেই কাশ্মীর ইস্যুতে আলোচনায় চীন সফরে গেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি।

এদিকে কাশ্মীরে টানা পাঁচদিন বন্ধ থাকার পর সোমবার সকালে আংশিকভাবে টেলিফোন এবং ইন্টারনেট সংযোগ চালু করা হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ জানায়, সাধারণ কাশ্মীরিরা যাতে আসন্ন ঈদ-উল-আযহা সুষ্ঠুভাবে উদযাপন করতে পারে, সে জন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

Leave a Reply