ব্রেকিং নিউজ

কাশ্মীর ইস্যুতে আপাতত হস্তক্ষেপ না, তবে পরিস্থিতি নিয়ে যা বললেন জাতিসংঘ

নিউজ ডেস্ক: কাশ্মীর ইস্যুতে আপাতত হস্তক্ষেপ করবে না জাতিসঙ্ঘ, তবে কাশ্মীরে ভারতীয় সরাকারের কড়াকড়ি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেজ। কাশ্মীরিদের মানবাধিকার নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তিনি ভারত ও পাকিস্তানকে এই ইস্যুতে নিজেদের সর্বোচ্চ সংযম দেখানোরও আহবান জানান। খবর: সিএনএন

পাকিস্তানের দূত মালিহা লোধি কাশ্মীর নিয়ে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করার প্রসঙ্গে মহাসচিবের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, কাশ্মীর ইস্যুতে দুই প্রতিবেশী দেশকে সর্বাধিক সংযম দেখানো উচিত। আমরা সার্বক্ষণিক কাশ্মীরের পরিস্থিতি পর্যবেক্ষন করছি।

তবে এই ইস্যুতে আমরা বেশ উদ্বিগ্ন, কারণ কাশ্মীরে স্থানীয় নেতাদের আটক রাখা হয়েছে। টেলিকমিউনিকেশন ব্যবস্থাও বন্ধ রাখা হয়েছে। এছাড়া স্থানীয়দের শান্তিপূর্ণ কোন সমাবেশ করতে দেয়া হচ্ছে না। এতে ওই অঞ্চলের মানবাধিকার পরিস্থিতি আরও খারাপ হবে। সেখান থেকে এখন প্রায় কোনও খবরই বাইরে আসছে না। এই ব্যাপারটাই অত্যন্ত উদ্বেগের কারণ।

এসময় তিনি, ১৯৭২ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া দ্বিপাক্ষিক চুক্তি, যা শিমলা চুক্তি নামে পরিচিত, তার কথা স্মরণ করিয়ে দেন। যেখানে বলা আছে, রাষ্ট্রপুঞ্জের চার্টার মেনে দু দেশ জম্মু ও কাশ্মীরের অবস্থা নিয়ে শান্তিপূর্ণ উপায়ে সিদ্ধান্ত নেবে।’

এর আগে ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ চেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, কাশ্মীরিদের উপর ভারত সরকারের সেনাবাহিনীর অত্যাচার রুখতে আন্তর্জাতিক মহলের এগিয়ে আসা উচিত।

তবে বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাশ্মীর নিয়ে জাতির উদ্দেশে ভাষণের কয়েক ঘণ্টা পরই পাক প্রধানমন্ত্রী বলেছেন, কারফিউ তুলে নেওয়ার পর কাশ্মীর ও কাশ্মীরিদের সঙ্গে কী করা হয়, তা দেখার অপেক্ষায় রয়েছে গুটা দুনিয়া।

Leave a Reply