সময়টা ভাল যাচ্ছিল না। ব্যাট হাতে ধুঁকেছেন বিশ্বকাপেও। আমলাদের ব্যর্থতার ফল ভুগতে হয়েছে দক্কিণ আফ্রিকাকেও। এর ফলে কিছুটা আকস্মিকভাবেই ক্রিকেটকে বিদায় জানালো হাশিম আমলা। অবশ্য ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন তিনি, খেলবেন এমজেডআনসি সুপার লিগেও।
১৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন আমলা। অবশ্য ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন তিনি। ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যান প্রোটিয়াদের জার্সিতে সব ফরম্যাট মিলিয়ে ৩৫৯ ম্যাচে করেছেন ১৮ হাজারের উপরে রান, আছে ৫৫টি সেঞ্চুরি।
অবসরের ঘোষণায় আমলা বলেছেন, ‘সবার প্রথমে, সব কৃতিত্ব ও মহিমা মহান সর্বশক্তিমানের, যিনি আমাকে প্রোটিয়াদের হয়ে খেলার সুযোগ করে দিয়েছেন। এই ভ্রমণটা ছিল আনন্দ ও গৌরবে পরিপূর্ণ। এই সফরে আমি অনেক কিছু শিখেছি, অনেক বন্ধু তৈরি হয়েছে, আর সবচেয়ে বড় বিষয় হলো একে অন্যের সঙ্গে ভালোবাসা ভাগাভাগি করেছি।’
শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচটিই তাই হয়ে থাকল জাতীয় দলের হয়ে আমলার শেষ। ২০০৮ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে ক্যারিয়ার শুরু হয়েছিল আমলার। ১৮১ ওয়ানডেতে ৮১১৩ রান করে থামল সেই ক্যারিয়ার। সাদা পোশাকে সমান বর্ণিল ছিলেন আমলা। ২০০৪ সালে টেস্ট অভিষেকের পর খেলেছেন ১২৪ টি টেস্ট। ৮৬ গড়ে আমলার রান ৯২৮২। ওয়ানডের মতো টেস্টে আমলার শেষ প্রতিপক্ষ হয়ে থাকল শ্রীলঙ্কা।
