আগামি ডিসেম্বরের ৬ তারিখে পর্দা উঠতে চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরের। সেই আসরের জন্য দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটসম্যান ভেন ডার ডুজেনকে দলে ভিড়িয়েছে রাজশাহী কিংস। এর আগে আরেক প্রোটিয়া অলরাউন্ডার জেপি ডুমিনিকে দলে নিয়েছিলো কিংসরা।
আগামি আসরের জন্য কোচিং স্টাফেও কোনো পরিবর্তন আনছে না রাজশাহী। প্রোটিয়া সাবেক ক্রিকেটার ল্যান্স ক্লুজনার থাকছেন তাদের কোচ।
ইতোমধ্যে ডুজেনের সাথে কথা পাকাপোক্ত হয়েছে বলে জানিয়েছে ফ্র্যাঞ্জাইজির প্রধান নির্বাহী তাহমিদ আজিজুল হক। তাকে দলে নিয়ে ব্যাটিং শক্তিকে বেশ পরিপক্ক করে ফেলেছে রাজশাহী কিংস।
দল গঠন করা এবং বিপিএলকে ঘিরে পরিকল্পনা নিয়ে ফ্র্যাঞ্জাইজির সিইও তাহমিদ আজিজুল হক বলেন, ‘আমরা ভারসাম্যে বিশ্বাসী। খুব বেশি বাজেটের দল আমরা কখনোই করিনা এবং এতে আমরা বিশ্বাসও করি না।’
