ডেঙ্গু যখন দেশে ভয়াবহ তখন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাবাইকে সচেতন হতে একটি স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ জাতীয় দিলের ফাস্ট বোলার রুবেল হোসেন।
পাঠকদের উদ্দেশে এই টাইগার বোলারের ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
‘আজ সারা দেশের মানুষ ডেঙ্গু আতঙ্কে ভুগছে। প্রতিনিয়ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। আমাদের সকলেরই উচিত এ ব্যাপারে সতর্ক হওয়া। ডেঙ্গুর কোনো উপসর্গ দেখা দিলেই দেরি না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নেয়া উচিত সকলের। তবে যে জিনিসটা এখন সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে – আমাদের বাড়ির আশেপাশে যাতে কোনো ভাবেই ডেঙ্গুর বাহক এডিস মশা বিস্তার লাভ করতে না পারে সে বিষয়ে লক্ষ রাখা।’
তিনি আরও লিখেন, ‘ডেঙ্গু আমাদের দেখিয়ে দিচ্ছে নিজের আশপাশ নোংরা করে আমরা নিজেরাই মৃত্যু ফাঁদ তৈরি করছি। আমাদের ছুঁড়ে ফেলা একটি কোকের বোতলের জমা পানিতেই হয়তো আমাদের সন্তানদের মৃত্যু ফাঁদ তৈরি হচ্ছে। দেশের প্রতিটি ওয়ার্ডের কমিশনার আছে থানা আছে সরকারি অফিস আছে সরকারি কর্মকর্তারা আছে এবং আমরা সাধারন মানুষ যদি এগিয়ে আসি তাহলে ডেঙ্গুর উৎপত্তিস্থল ধ্বংস করা খুব কঠিন কাজ হবে না আমার বিশ্বাস।
তবে মোটা দাগে সুনির্দিষ্টভাবে প্লান অনুযায়ী কাজ করতে হবে। তাই আসুন আমরা আমাদের পরিবারের কথা, আমাদের শিশুদের কথা চিন্তা করে সবাই যার যার জায়গা থেকে আরেকটু সচেতন হওয়ার চেষ্টা করি। আল্লাহ্ আমাদের সকলকে এই ধরনের বিপদ থেকে রক্ষা করুন। আমীন।’