তিন মাসের জন্য নিষিদ্ধ হলেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। কোপা আমেরিকাকে কেন্দ্র করে দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে কঠোর সমালোচনা করায় এই নিষেধাজ্ঞা পেতে হলো তাকে।
এই তিন মাস আর্জেন্টিনার হয়ে কোনো আন্তর্জাতিক ম্যাচে খেলতে পারবেন না মেসি। নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানা হিসেবে মেসিকে গুণতে হচ্ছে ৫০ হাজার ইউএস ডলার। শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে তাকে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে জানিয়েছে কনমেবল।
কিছুদিন আগে ব্রাজিলে অনুষ্ঠিত হয়ে যাওয়া কোপা আমেরিকার আসরে ব্রাজিল ও চিলির বিপক্ষে সেমিফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের পর রেফারী ও কনমেবলের বিরুদ্ধে অভিযোগ তুলে কঠোর সমালোচনা করেন মেসি। পরে অবশ্য এজন্য ক্ষমাও চান তিনি। নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করতে মেসি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে সাত দিনের সময় দিয়েছে কনমেবল।
উল্লেখ্য, চিলির বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে মেসিকে।
