বিশেষ প্রতিনিধিঃ সদ্যঘোষিত আন্তর্জাতিক ইউনিট বাংলাদেশ ছাত্রলীগ সিঙ্গাপুর শাখার পূর্ণাঙ্গ কমিটিতে সাধারণ সম্পাদক পদ জায়গা করে নিয়েছেন কিশোরগঞ্জের কটিয়াদীর সন্তান জে.পি তালাস। এর আগের কমিটিতেও সাধারণ সম্পাদক ছিলেন তিনি।
গত মঙ্গলবার সিঙ্গাপুর ছাত্রলীগের সভাপতি সোহাগ মোহাম্মদ সাধারণ সম্পাদক জে.পি তালাস এর সুপারিশে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন বাংলদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এই কমিটির সাধারণ সম্পাদক কিশোরগঞ্জের কটিয়াদীরের সন্তান এই নেতা কৈশোরেই ছাত্রলীগের সাথে জড়িয়ে যান।
পরে দীর্ঘ রাজনৈতিক পথ পাড়ি দিয়ে এই পদে অধিষ্ঠিত হলেন তিনি। আওয়ামী পরিবারে বেড়ে উঠা এই নেতা ছাত্রলীগের একজন কর্মী থেকে আন্তর্জাতিক ইউনিট বাংলাদেশ ছাত্রলীগ সিঙ্গাপুর শাখার সাধারণ সম্পাদক জে পি তালাস এ নিয়ে তার অনুভূতির কথা জানতে চাইলে তিনি জানান, আমি সাধারন সম্পাদক হয়েছি সেটা বড় কথা নয়, আমি সিঙ্গাপুর ছাত্রলীগের জন্য কি দিতে পেরেছি সেটা বড় কথা। আমি ছাত্রলীগের জন্য কাজ করে যাচ্ছি এবং যাব। পদ পদবী দায়িত্ব মাত্র। ভবিষ্যতেও আমি ছাত্রলীগের একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করে যেতে চাই।
