ব্রেকিং নিউজ

যে দলের অধিনায়ক হয়ে বিপিএলে আসছেন কেইন উইলিয়ামসন

এবছরই আবার বসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আর বিপিএলের এই সপ্তম আসরে বরিশালের ফেরা নিয়ে আছে গুঞ্জন শুরু হয়েছে। আর এবারের বিপিএলে ফ্রেঞ্চাইজি পাওয়ার জন্য ইতোমধ্যে আবেদন করে ফেলেছেন তরুণ উদ্যক্তা তামিম ইয়াসিফ।

এই তরুণ উদ্যক্তা জানিয়েছেন যে তিনি যেকোন মূল্যে বিপিএলে বরিশালের ফ্রেঞ্চাইজির মালিক হতে চান। তিনি বলেন, আমার আসলে ছোটকাল থেকেই ক্রিকেট নিয়ে স্বপ্ন ছিলো। কিন্তু আমি তা বাস্তবায়ন করতে পারিনি। তবে এবার ফ্রেঞ্চাইজি কিনে আমি বরিশালবাসীর স্বপ্ন পূরণ করতে চাই।’

তিনি আরো বলেন, আসলে কি সবারেই কিছু লক্ষ্য থাকে। আমারো কিছু লক্ষ্য আছি। যদি আমি ফ্রেঞ্চাইজি পাই তাহলে আমার সবার আগে টার্গেট থাকবে উইলিয়ামসনকে দলে ভেড়ানোর। তার অধিনায়কত্ব আমার খুব ভালো লাগে। আমি সুযোগ পেলে তাকেই অধিনায়ক বানাবো।

চিটাগং ভাইকিংসের স্বত্বাধিকারী ডিবিবিএল গ্রুপ ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। পক্ষান্তরে গত দুই আসে অংশ না নেয়া বরিশাল ফ্র্যাঞ্চাইজি এবার যুক্ত হতে পারে। তেমনটা হলে টুর্নামেন্ট ইতিহাসে প্রথমবার আট দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের সপ্তম বিপিএল।

উল্লেখ্য, আগামী ৬ ডিসেম্বর প্রথম ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিপিএলের সপ্তম আসর।

Leave a Reply