ইসমাইল হোসেন সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি ঃ আগষ্টের আগমনে শোকের হাওয়া বয়ছে বাঙ্গালি জাতির আঙ্গীনায়। কষ্টের তীব্রতা ঘুরঘুর করছে কালো মেঘের আড়াল থেকে। যেন এখনি বজ্রপাত হয়ে প্রতিবাদ করবে জাতির জনক হত্যার অভিমানি বিদ্রোহে। আবার অনেকেই যেন ভাষা হারিয়ে ফেলেছে। যারা দেখে ছিলো স্বচক্ষে বঙ্গবন্ধুকে।
তারা আজও বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে লালন করে নিরবে নিবৃত্তিতে কাঁদে অন্তচক্ষুর অন্তরালে। তাই জাতির জনক ও তার পরিবারের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ও ভালবাসার সমবেদনা জানাতে রাষ্ট্রীয় ভাবে দেশের সর্বস্তরের জনগণকে নিয়ে জাতীয় শোক দিবস উদযাপন করবে বলে ঘোষণা করেছে সরকার। যার ফলোশ্রুতিতে সরিষাবাড়ী উপজেলা প্রশাসন ১৫ আগষ্ট কিভাবে উদযাপন করবে তার আগাম প্রস্তুতি মূলক সভার আয়োজন করেছেন বলে জানা যায়।
উক্ত প্রস্তুতি মূলক সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহম্মদ এবং এডভোকেট জহুরুল ইসলাম মানিকের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন। উপজেলার ভাইস ও (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আবুল কালাম আজাদ,সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা, সহ সভাপতি মুস্তাফিজুর রহমান সাহাজাদা,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী ও ইউপি পরিষদের চেয়ারম্যানগণ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বক্তরা বলেন। জাতির জনকের শোক দিবস সকল কিছুর ঊর্ধ্বে। এখানে কোন অজুহাত চলবে না। ছুটির দিনেও খোলা থাকবে শিক্ষা প্রতিষ্ঠান। বন্যার পানি উপেক্ষা করে হলেও আসতে হবে মুজিব প্রেমী ভক্তদের। এমন কথাই জানালেন ১৫ আগষ্ট উদযাপন কমিটির সদস্যরা। অনুষ্ঠানটি শুরুর পূর্বেই ১ মিনিট নতশিরে নীরবতা পালন করা হয় এবং শোকাহতদের জন্য স্বর্গীয় আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে বলে জানা যায়।
