ব্রেকিং নিউজ

ত্রিদেশীয় সিরিজে ভারতকে উড়িয়ে দিলো বাংলাদেশের যুবারা

ইংল্যান্ডে চলমান ত্রিদেশীয় সিরিজে ভারতের বিপক্ষে দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ দলগুলোর এই তিনজাতির লড়াই চলছে ইংল্যান্ডে। মঙ্গলবারের ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বৃষ্টি আইনে ২ উইকেটে হারিয়েছে ভারত অনূর্ধ্ব-১৯ দলকে।

বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচটির দৈর্ঘ্য কমে আসে ৩৬ ওভারে। আগে ব্যাট করে ভারতীয় যুবা দল নির্ধারিত ওভারে ৫্ উইকেট হারিয়ে ২২১ রান তুলে। জবাবে ব্যাট করতে নামা বাংলাদেশের ইনিংসেও বৃষ্টি আঘাত হানে। এরপর যুবা টাইগারদের লক্ষ্য দাঁড়ায় ৩২ ওভারে ২১৮ রান। দুই উইকেট ও তিন বল হাতে রেখেই যা টপকে যায় টাইগার যুবা দল।

চ্যালেঞ্জিং টার্গেটে ব্যাট করতে নামা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল শুরুটা তেমন ভাল হয়নি। দলীয় ১১ রানেই হারায় প্রথম উইকেট। মাত্র ৪ রানে ফিরে যান ওপেনার তানজিদ হাসান। এরপর দলীয় ৫৬ রানে দ্বিতীয় উইকেট হারানো দলটি জয়ের ভিত্তি পায় মূলত ওপেনার পারভেজ হোসাইন ইমন ও অধিনায়ক আকবর আলীর ব্যাটে।

যুবাদের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৫১ রান করেন ইমন। ৪৫ বলে ছয় চার ও এক ছক্কায় সাজানো ছিলো তাঁর ইনিংসটি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক আকবর আলী। এক প্রান্ত আগলে রেখে করা তার দায়িত্বশীল ব্যাটিংয়েই জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। ৩৬ বলে পাঁচ চার ও দুই ছয়ে নিজের ইনিংসটি সাজান তিনি। এছাড়াও তাওহীদ হৃদয় করেছেন ৩০ রান। ২২ রান এসেছে শামীম হোসেনের ব্যাট থেকে।

ভারতের হয়ে মিশরা তিনটি উইকেট লাভ করেছেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা ভারত অনূর্ধ্ব-১৯ দল অধিনায়ক ডুরব জুরেলের ইনিংস সর্বোচ্চ ৭০ রানে ভর করে ৫ উইকেটে ২২১ রান তুলে। ৬৬ বলের ইনিংসে সাতটি চার ও দু’টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। এছাড়াও ৬৯ বলে পাঁচ চার ও এক ছয়ে ৫৩ রান করেছেন পার্গনেস। ৪৪ রান এসেছে ইকবালের ব্যাট থেকে।

বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম ২টি উইকেট লাভ করেছেন।

Leave a Reply