ইসমাইল হোসেন সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি ঃ সাম্প্রতিক ঢাকাস্থ ও সারা বাংলাদেশে ডেঙ্গু মশার কামড়ে ডেঙ্গু জ্বরের যে ভয়াবহতা সৃষ্টি হয়েছে। তা সত্যিই বিরল। তাই এর প্রতিকার ও প্রতিরোধ করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের নির্দেশে সারা দেশব্যাপী ২৫ জুলাই হতে ৩১ জুলাই পর্যন্ত মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন করছে সরকার।
যার ফলোশ্রুতিতে সরিষাবাড়ী উপজেলা প্রশাসন একটি মশক নিধন কমিটি গঠন করেছেন বলে জানা গেছে। উক্ত কমিটির সপ্তাহব্যাপী নানান উদ্দ্যোগের মধ্যে ২৯ জুলাই সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে কমিটির সদস্যদের নিয়ে একটি আলোচনা সভা করেন। উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কামরুন নাহার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা মশক নিধক কমিটির সদস্য সচিব ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ূন কবীর, এবং সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদপ্তর সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ।
উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, জেলা, উপজেলা, পৌরসভা, ও ইউনিয়ন সমূহে নিজ নিজ উদ্যোগে সব ড্রেন, নালা খালবিল ও জলাশয়ের মহাতান্ডবের অধিকারী কচুরি পানাগুলো সব সময় পরিষ্কার রাখতে হবে এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠান কর্তৃক মশক জন্মানোর সকল স্থানে নির্ধারিত সময়সূচী মোতাবেক ঔষধ ছিটাতে হবে বলে জানান। উক্ত অনুষ্ঠানের আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে মেইন সড়কগুলো প্রদক্ষিণ করে বলে জানা যায়।
