ইসমাইল হোসেন সরিষাবাড়ী (জামালপুর)প্রতিনিধি ঃ জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার ৭নং ওয়ার্ডের বাউসী ইজরা পাড়া এলাকায় একটি আলু ভরতি ট্রাক উল্টে ডুবায় পড়ে গেছে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ২৯ জুলাই সকাল সাড়ে ৭ টার দিকে বগুড়া চাঁনপাড়া হিমাগার হতে ২০৪ বস্তা(১২ টন) আলু ভরতি একটি ট্রাক সরিষাবাড়ী ভাটারা বাজারের শামীম এন্টারপ্রাইজের উদ্দেশে আসতে ছিল। কিন্তু সাম্প্রতিক বন্যায় ভাটারা হতে সরিষাবাড়ী গামী রোড়টি ২টি স্থানে ভেঙ্গে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত রাস্তাটি পুনঃনির্মাণের কাজ চলছিল। ট্রাকটি যখন নির্মাণাধীন ভাঙ্গনের কাছে আসে তখন এলাকার লোকজন ট্রাক ড্রাইভারকে নিষেধ করে অন্যদিক দিয়ে ঘুরে যেতে কিন্তু সে সকলের কথা উপেক্ষা করে ভাঙ্গনটি পার হতে চায়। ট্রাকের হেল্পার ওস্তাদকে রোড় ক্লিয়ার দেখালেও ওস্তাদের ওস্তাদি কাজে লাগে না। বরং ট্রাকটি ভাঙ্গনের মাঝখানে এসে ডুবায় উল্টে যায়। ড্রাইভার কোন রকম বেচেঁ গেলেও।
সে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে পলাতক বলে জানা গেছে। এদিকে ভাটারা বাজারের কাঁচামাল ব্যবসায়ী শামীম এন্টারপ্রাইজের স্বত্বাধীকারী আব্দুল্লাহ বলেন, আমরা ভাটারা কৃষি ব্যাংক হতে সিসি লোন নিয়ে কাঁচামালের ব্যবসা করি। আমাদের প্রায় আড়াই লক্ষ টাকা ক্ষতি হয়েছে। জানিনা এ ক্ষতি আমরা কিভাবে পোষাবো। ডুবার পানিতে তলিয়ে যাওয়া কিছু আলুর বস্তা উদ্ধার করেছি তবুও শুকাতে পারছিনা।
ট্রাকের মালিক সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি গেন্দারপাড়া গ্রামের আব্দুর রশিদ ট্রাকের মালিক। ড্রাইভার অজ্ঞাত। জানা যায়, তারাকান্দি ট্রাক লরী মালিক সমিতির পক্ষ থেকে একটি ৯ সদস্য বিশিষ্ট টিম পাঠানো হয়েছে ট্রাকটি ডুবা থেকে উত্তোলনের জন্য এবং যথারীতি ট্রাকটি উদ্ধার কাজ চলছে বলে জানা যায়।
