তিন বিভাগেই চরম ব্যর্থতায় ইতোমধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দুটিতে হেরে সিরিজ পরাজয় বরণ করে নিয়েছে বাংলাদেশ। এর পরও শেষ ম্যাচে টাইগাররা ভালভাবে ফিরবে বলে আশা প্রকাশ করেছেন সৌম্য সরকার। গতকাল সোমবার সাংবাদিকদের তিনি এমনটাই আশাবাদ ব্যক্ত করেন।
আত্মবিশ্বাসের সুরে বাংলাদেশ দলের এই ওপেনার বলেন, ‘এটা সত্যি যে আমরা সিরিজ হেরে গেছি, তবে আমরা নিঃসন্দেহে শেষ ম্যাচে কামব্যাক করব এবং আমরা আশা করি ভালভাবে শেষ করতে পারব।’
এ সময় দুই ম্যাচেই ব্যাটিংয়ে নিজের ব্যর্থতার কথা স্বীকার করেন সৌম্য। রান খরা কাটানোর জন্য চেষ্টার কমতি রাখছেন না বলেও জানান তিনি। বলেন, ‘গত ১০ ম্যাচে আমি কোনো অবদান রাখতে পারিনি। এটা আমাকে কষ্ট দিচ্ছে। আমি এখনও চেষ্টা করছি। কেন স্কোর বড় করতে পারছি না তা খোঁজার জন্য অতিরিক্ত অনুশীলন করছি। এই ১০ ম্যাচের আগে আমি ৩ ম্যাচে ভাল খেলেছি। আমি কাজ করছি এর ওপর। আমি ধ্যান করছি এবং সমস্যা সমাধানের চেষ্টা করছি, যাতে শক্তিশালী হয়ে ফিরে আসতে পারি তার জন্য। তিনি আরো বলেন, ‘অনেক সময় আমি ভালো বলে আউট হয়ে যাই। মাঝেমধ্যে নিজের ভুলে। ক্রিকেটে ভালো ও খারাপ দিন দুই-ই আসে। যদি কিছু সময় আমি ভালো রান করি আবার কিছু সময় রান-ই করতে পারি না। তবে আমার এখনও আত্মবিশ্বাস আছে। আমি যদি দুই-তিন ম্যাচে রান করতে পারি তবে আবার আমি আত্মবিশ্বাস ফিরে পাব। যদি আমি ক্রিকেটে থাকি তবে আমি আমরা আত্মবিশ্বাসটা অনুভব করি।’
উল্লেখ্য, লাসিথ মালিঙ্গার দুর্দান্ত বোলিং ও কুশল পেরেরার সেঞ্চুরিতে প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে ৯১ রানে হারে টাইগাররা। এরপরে দ্বিতীয় ওয়ানডেতেও ৭ উইকেটে তামিম ইকবালরা। এ ম্যাচেও বাংলাদেশের হয়ে একমাত্র মুশফিকুর রহিম ছাড়া আর কেউ নিজেদের মেলে ধরতে পারেনি। এখন দেখার বিষয় শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়াতে পারে কি না টাইগাররা।
তাই হোয়াইট ওয়াশ এড়াতে একাদশে দুইটি পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজম্যান্ট, টপ অর্ডারে সুযোগ পাওয়া মিথুনের ব্যার্থতা ভাবাচ্ছে বাংলাদেশকে। মিথুন আসলে টপ অর্ডারে খেলার মত দক্ষ নয়, মিডল অর্ডারে ঠিক আছে। তাই শেষ ম্যাচে মিথুনের পরিবর্তে তিন নম্বরে ব্যাট করতে দেখা যেতে পারে এনামুল হক বিজয়কে।
অন্য দিকে বোলিংয়েও ধারহীন মনে হয়েছে বাংলাদেশকে, প্রথম ম্যাচে দুই উইকেট নিলেও দ্বিতীয় ম্যাচে বাজে বল করে ম্যাচ হারের পিছনে শফিউল ইসলামের অবদান আছে। তাই এই ম্যাচে তাকে বিশ্রাম দিয়ে খেলতে পারেন তাসকিন আহমেদ।
