ব্রেকিং নিউজ

যে কারণে ১৫৯ ধাপ এগিয়ে থাকা ইরানের সঙ্গে ম্যাচ খেলবে না বাংলাদেশ

বিশ্বকাপের প্রস্তুুতি ম্যাচের জন্য বাংলাদেশ ফুটবল দল ইরানের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিলো। কিন্তুু ইরান বাংলাদেশের চেয়ে ১৫৯ ধাপ এগিয়েছে আছে ফিফা র‌্যাঙ্কিংয়ে। তাদের সঙ্গে খেললে নিশ্চিত পরাজয়, ভালো প্রস্তুুতির বদলে দলের আত্মবিশ্বাসে চিড় ধরতে পারে।

বাংলাদেশ কোচ জেমি ডে তাই ইরানের বিপক্ষে খেলতে নারাজ। তিনি চান, র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের কাছাকাছি থাকা দলগুলোর সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে। তাহলে প্রস্তুুতিও হবে ভাল।

বাফুফে অবশ্য বলছে, সময় সূচী মিলছে না, তাই ইরানের সঙ্গে দোহায় খেলা হবে না। ইরান চেয়েছিলো ৪-৫ সেপ্টেম্বর ম্যাচটি খেলতে। তবে বাফুফে এই সময়ে খেলতে চাচ্ছে না। যার কারণে ম্যাচটি হবে না বলে জানিয়েছেন বাফুফের সম্পাদক আবু নাইম সোহাগ।

বাংলাদেশ কোচ জেমি জানিয়েছেন, বাংলাদেশের কাছাকাছি থাকা দলের বিপক্ষে প্রস্তুুতির জন্য প্রীতি ম্যাচ খেলতে চান। তিনি সাংবাদিকদের বলেন, ‘ফিফা র‌্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান ২৩, আর আমরা ১৮২ নম্বরে। ভালো প্রস্তুতি নিতে চাইলে কাছাকাছি র‌্যাঙ্কিংয়ের দলগুলোর সঙ্গে খেলতে হবে আমাদের। ইরানের সঙ্গে আমাদের দূরত্ব অনেক। খেললে ছেলেদের মানসিক অবস্থা ভেঙে যেতে পারে। সেজন্য কাছাকাছি মানের দলগুলোর সঙ্গে খেলা দরকার।’

Leave a Reply