আসছে বিপিএলের সপ্তম আসর সহ আগামী চার বছরের জন্য আরো দুই ফ্র্যাঞ্চাইজি খুজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সাত দলকে নিয়ে বিপিএল সাজাতে আজ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বোর্ড। যেখানে ফ্র্যাঞ্চাইজির জন্য নীতিমালা ও সম্ভাব্য শিডিউল দিয়ে দেওয়া হয়েছে।
অবশেষে মাঠে গড়াচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট মাঠে গড়াবে আগামী ৬ ডিসেম্বর। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে হয়েছিল বিপিএলের ষষ্ঠ আসর। মূলত জাতীয় নির্বাচনের কারণেই গত আসরটি পিছিয়ে এবছরের শুরুতে আয়োজন করা হয়েছিল।
ফলে একই বছর ক্রিকেট ভক্তরা দুটি বিপিএল আসর দেখতে পারছেন। বিপিএলের আসন্ন আসরকে সামনে রেখে ইতোমধ্যে দলগুলো নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছে।
আইকন ক্রিকেটাররাও দলবদল শুরু করে দিয়েছেন। চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছেড়ে খুলনা টাইটান্সে যোগ দিয়েছেন ওপেনার তামিম ইকবাল।
আর চিটাগং ভাইকিংস ছেড়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দিয়েছেন মুশফিকুর রহীম। এছাড়া বেশ নামি দামি ক্রিকেটারদের দলে ভিড়িয়ে প্রতিনিয়ত চমক দিচ্ছে দলগুলো।
বিপিএলের সপ্তম আসরে থাকছেনা চিটাগং ভাইকিংসের মালিকানা। সে কারনে চিটাগং ভাইকিংসের ফ্র্যাঞ্চাইজি বিক্রির সাথে আরো একটি ফ্র্যাঞ্চাইজি যোগ করতে চায় বিসিবি। সম্ভবত সেই দলটি হতে পারে বরিশাল। এই দুই ফ্র্যাঞ্চাইজি কিনতে আগ্রহীদের বিজ্ঞপ্তিতে যোগাযোগ করতে বলা হয়েছে।
এ ব্যাপারে বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী বলেন, ‘চিটাগং ভাইকিংসের ফ্র্যাঞ্চাইজি আমাদের অফিসিয়ালি জানিয়েছে, তারা এবার দল গড়বে না। চিটাগংয়ের ফ্র্যাঞ্চাইজিটি আমরা বিক্রি করবো। যে কেউ চাইলে কিনে এর নাসও পরিবর্তন করতে পারবে, এ ছাড়া, আরেকটি দল যোগ করবো আমরা। এ কারণেই দুটি ফ্র্যাঞ্চাইজি চেয়ে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।’
বিসিবির বিজ্ঞপ্তিটিতে আরো উল্লেখ্য করা হয় যে, এবারের বিপিএল সম্ভাবত ৬ ডিসেম্বর শুরু হবে। আর ফাইনাল হবে ২০২০ সালের ১১ জানুয়ারি। যদি ৭ দলের বিপিএল হয়ে থাকে তবে ৪৬ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্লে-অফের নিয়ম আগের মতোই থাকছে। ফাইনালে যদি কোন কারনে ম্যাচ না গড়ায় তবে দু দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
