ইসমাইল হোসেন,সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি ঃ জামালপুরের সরিষাবাড়ীতে পাঁচ বোনের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই গত (২৮ জুলাই) রোজ রবিবার আনুমানিক বিকাল সাড়ে ৩ টার দিকে আবারও শোকের ছায়া নেমে এলো উপজেলা আওনা ইউনিয়নের বাটিকামারী গ্রামের মজনু মিয়ার পরিবারে।
জানা যায়,লামিয়া আক্তার নামে (০৪) বছরের একটি ফুটফুটে শিশু খেলতে খেলতেই পরিবারের অগোচরে কখন পানিতে নেমেছে তা কেউ জানেনা বলে জানান। যখন লামিয়াকে অনেক খোঁজাখুঁজি পর পাওয়া যাচ্ছিলো না। তখন লামিয়ার খালা বাড়ীর পাশে বন্যার পানি ভরতি ডোবাগুলোতে খোঁজতে থাকে এবং এক পর্যায়ে দেখতে পায় শিশুটি মরে পানিতে ভাসছে। তখন খালা সাবিনা ইয়াসমিনের চিৎকারে বাড়ীর লোকজন ছুটে আসে এবং মেয়েটিকে উদ্ধার করে।
নিহতের পারিবারিক সূত্র জানা যায়, মজনু গত কয়েক দিন হলো ঢাকা থেকে বেড়াতে এসেছে শশুড় বাড়ী তথা নিজ বাড়ীতে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। বুকে করে যে সন্তানকে নিয়ে এলো বাবা-মা। আজ সেই সন্তানকে নিজ হাতে দাফন করে যেতে হবে রিক্তহাতে। বড় অদ্ভুত নিয়তির বিধান। এদিকে সরিষাবাড়ী তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মুহাব্বত কবীর ঘটনাটি জানতে পেরে তৎক্ষণাৎ ঘটনাস্থলে যান এবং পরিদর্শন করেন। নিহত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশটি দাফনের অনুমতি প্রদান করা হয়েছে বলে জানা যায়।
