বাংলাদেশ নারী ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিতেছে। শারমিন আক্তার ও নিগার সুলতানার দুর্দান্ত ব্যাটে সাউথ আফ্রিকা ইমার্জিং নারী দলকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ইর্মাজিং নারী দল। সাউথ আফ্রিকা নারী ইমার্জিয় দলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ ইমার্জিং নারী দল।
আগে ব্যাট করে স্বাগতিক প্রোটিয়া মেয়েরা ১৭৭ রান তুলতে সমর্থ হয়। ১৭৮ রানের সহজ লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশের মেয়েরা মাত্র ১ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছেন।
সহজ টার্গেটে খেলতে নামা বাংলাদেশ নারী দল উদ্বোধনী জুটিতেই জয়ের ভিত্তি পায়। দুই ওপেনার মুর্শেদা খাতুন ও শারমিন আক্তার তুলে নেন ৭৫ রান। এরপর ব্যক্তিগত ৩১ রানে মাসুদা খাতুন রানআউটের শিকারে ফিরে যান সাজঘরে। আরেক ওপেনার শারমিন আক্তার ৮৩ রানের ঝলমলে ইনিংস খেলে অপরাজিত থাকেন। ১১০ বলের ইনিংসে দশটি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। সাত চারে ৮৪ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক নিগার সুলতানা।
টস জিতে ফিল্ডিং নেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা। সুলতানা’র এই সিদ্ধান্ত প্রথমে বাংলাদেশের বোলাররা কার্যকর করতে না পারলেও, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ঠিকই কার্যকর করেছে।
ফাহিমা খাতুন ও খাদিজা-তুল কুবরা’র দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল ১৭৭ রানের বেশি করতে পারেনি। হারিয়েছে ৭টি উইকেট। দলটির পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন উইকেটকিপার ব্যাটসম্যান চেটলি। ৩৫ রান আসে ওপেনার রবিন সার্লে’র ব্যাট থেকে।
বাংলাদেশ নারী ইমার্জিং দলের হয়ে ৩টি উইকেট নিয়েছেন ফাহিমা খাতুন। ২টি উইকেট নিজের ঝুলিতে নিয়েছেন খাদিজা-তুল কুবরা। ১টি করে উইকেট লাভ করেছেন নাহিদা আক্তার ও শায়লা শারমিন।
