ব্রেকিং নিউজ

ছেলে ধরা গুজব নিয়ে কটিয়াদীতে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে সচেতনতামূলক সভা

স্টাফ রিপোর্টারঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ছেলে ধরা গুজব আতঙ্কের বিষয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে সচেতনতা মূলক সভা করেছেন কেন্দ্রীয় মহিলা লীগের সহ-তথ্য ও গবেষণা সম্পাদক তানিয়া সুলতানা হ্যাপি।

বৃহস্পতিবার সকালে বনগ্রাম আনন্দ কিশোর উচ্চ বিদ্যালয় ও বনগ্রাম ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ছেলে ধরা গুজব বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরে সচেতনতা মুলক বক্তব্য রাখেন তানিয়া সুলতানা হ্যাপি।

এসময় তিনি বলেন, পদ্মা সেতু নির্মানে কারো কোন মাথা লাগবে না, এটি একটি গুজব, এই গুজবে কেউ কান দিবেন না, যদি কাউকে দেখে আপনাদের সন্দেহ হয়, তাহলে আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না যত দ্রুত সম্ভব পুলিশকে অবহিত করবেন। একটি কুচক্রীমহল দেশের ভাবমুর্তি ক্ষুন্ন করতে এবং দেশের মানুষের মধ্যে অশান্তি ও আতংক সৃষ্টির লক্ষেই কিছু মাদকাশক্তদের কাজে লাগিয়ে এধরনের গুজব ছড়িয়েছে।

এসব গুজবের কারনে ইতিমধ্যে গণপিটুনিতে নিহতদের বিষয়ে তদন্ত করে ছেলে ধরার বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।

তানিয়া আরো বলেন, গুজবে বিভ্রান্তি না হয়ে সতর্ক থেকে গুজব সৃষ্টিকারীদের প্রতিহত করতে সকলের প্রতি আহ্বান জানান।

এসময় প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply