ব্রেকিং নিউজ

মুমিনুল-সোহানদের সামনে ইনিংস ব্যবধানে জয়ের হাতছানি

ভারতে কেএসসসিএ সেক্রেটেরিয়েট একাদশের বিপক্ষে ১৫৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ১০০ রানের বিনিময়ে প্রতিপক্ষের ৩ টি উইকেট তুলে নিয়েছে বিসিবি একাদশ।

২৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসেও ৫৯ রানেই ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় কেএসসিএ সেক্রেটেরিয়েট একাদশ। তবে চতুর্থ উইকেটে নাগা ভারত ও অভিনব মনোহর মিলে ৪১ রান যোগ করে দিনের বাকি সময়টা পার করেন। ভারত ৩ ও অভিনব ৩৬ রানে অপরাজিত আছেন।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে নাজমুল হাসান শান্ত ও নুরুল হাসান সোহানের ব্যাটে ভর করে ৩৩৪ রানে অল আউট হয় বিসিবি একাদশ ফলে প্রথম ইনিংসে ২৫৫ রানের লিড পেয়েছে তারা।

আগের দিনের ৫৬ রানের লিড নিয়ে খেলতে নেমে দিনের শুরুতেই জহুরুলকে হারায় বাংলাদেশ। ইয়াসির আলিও ফিরে যায় দ্রুত। এরপর শান্ত ও সোহানের ব্যাটে ভর করে আগায় বাংলাদেশ। ৭২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দুর্ভাগ্যজনক ভাবে রান আউট হয়ে ফিরে যান শান্ত।

এরপর দলকে টেনে নিয়ে যান নুরুল হাসান ও সাঞ্জামুল ইসলাম। অষ্টম উইকেটে এই দুইজনের ৭৭ রানের জুটিতে ভর করে দলীয় স্কোর ৩০০ পার করে বিসিবি। নুরুল হাসান ৬৮ ও সাঞ্জামুল ৩৩ রান করেন। শেষদিকে শহিদুল ইসলামের ক্যামিওতে ৩৩৪ রানে অল আউট হয় বিসিবি একাদশ।

গতকাল ইবাদাত-শহিদুলের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৭৯ রানে অল আইট হয় কেএসসিএ। ও ৩ উইকেটে ১৩৫ রানে দিনশেষ করেছিল বাংলাদেশ।

Leave a Reply