বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ গত মৌসুমে চিটাগাং ভাইকিংস হয়ে খেলেছিলেন জাতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বিপিএলের গত আসরে ১৩ ম্যাচে ৩৫.৫০ গড়ে ৪২৬ রান সংগ্রহ করেছিলেন মুশফিক।
মূলত মুশফিকের ব্যাটেই শেষ চারে উঠেছিল চিটাগং ভাইকিংস। অবশ্য এলিমিনেটরে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় তাঁদের।
তবে এবারের মৌসুমে চিটাগাং ভাইকিংসের হয়ে আর খেলছেন না মুশফিক। গত মৌসুমের তামিম ইকবালের দল কুমিল্লা ভিক্টোরিন্সের দেখা যাবে মুশফিকুর রহিমকে। এবারের মৌসুমে খুলনা টাইটান্সের হয়ে খেলছেন তামিম ইকবাল।
