ইসমাইল হোসেন, সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরে সরিষাবাড়ী উপজেলায় বন্যায় প্লাবিত হওয়া সকল ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি।
জানা যায়, সোমবার (২২ জুলাই) সকাল ১০ টায় পিংনা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে বন্যায় দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করেন। অতঃপর আওনা ইউনিয়নের ২নং জেটি ঘাট, পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রীজপাড় ও কামরা বাদ ইউনিয়নের রেলী ব্রীজ মোড়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বলে জানা যায় ।
উক্ত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি চাল, শুকনো খাবার চিড়ামুড়ি, গুর, খাবার স্যালাইন, মোমবাতি, দিয়াশলাই ও পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট সহ প্রায় ৪ হাজার পরিবারকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বলে জানা গেছে। বিতরণ শেষে বিকাল ৪ ঘটিকার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন কামরাবাদ ইউপি পরিষদের চেয়ারম্যান মনসুর আলী, পৌর মেয়র রুকুনুজ্জামান রুকন ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল লতিফ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান বলেন, এটা প্রাকৃতিক দুর্যোগ। এর নিয়ন্ত্রক একমাত্র মহান আল্লাহতালা। তবে বন্যার পরবর্তী দুর্যোগের মোকাবিলা করার মতো সৎ ইচ্ছা ও সাহস সরকারের আছে বলে জানান তিনি। এবং তিনি আরও বলেন যতদিন পর্যন্ত বন্যার্ত মানুষদের পূর্বের স্বাভাবিক জীবন ফিরে না আসবে ততদিন ত্রাণ দেয়া অব্যাহত থাকবে এবং তিনি সকলের পাশে আছেন এবং থাকবেন বলে প্রতিশ্রুতি দেন বলিষ্ঠ কন্ঠে।হোসেন, সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধিঃ
