ব্রেকিং নিউজ

পাকিস্তানে যাবে টাইগাররা, জেনে নিন পাক-বাংলাদেশ সিরিজের সময়সুচি

বিশ্বকাপের ধামাকা মাত্রই শেষ হল। কিন্তু ক্রিকেটারদের বসে থাকার সুযোগ নেই। বিশ্বকাপ শেষ হতেই এখন বাংলাদেশ যেমন ব্যস্ত হয়ে পড়ছে শ্রীলঙ্কা সফরের জন্য। ইতোমধ্যে বাংলাদেশ দল পৌছে গেছে শ্রীলঙ্কাতে।

এফটিপি অনুযায়ী ২০২৩ সাল পর্যন্ত প্রতিটি দলেরই সফরসূচি চূড়ান্ত করে নিতে হচ্ছে। এই সফরসূচি অনুসারেই আগামী চার বছর প্রতিটি দেশের ক্রিকেট পরিচালিত হবে।

এফটিফি অনুসারে ২০২৩ সালের বিশ্বকাপ পর্যন্ত সূচি নির্ধারণ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়মের কারণে প্রতিটি দেশকেই এই চার বছরের মধ্যে পারস্পরিক সফর বিনিময় করতে হবে অন্তত দু’বার। একবার হোম সিরিজ এবং একবার অ্যাওয়ে সিরিজ।

এই হিসেবে আগামী বছরের শুরুতে পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশের। পিসিবি যে সূচি প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে জানুয়ারী-ফেব্রুয়ারীতে পাকিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ বাংলাদেশের।

ওই সফরে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের সঙ্গে রয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে, ভেন্যু কোথায় সেটা উল্লেখ করেনি পিসিবি।

যদিও বিষয়টা এখনও নির্ধারিত নয়। হয়তো বা দুই বোর্ড একত্রে বসে সিদ্ধান্ত নেবে, সিরিজের ভেন্যু হবে কোথায়। তবে, আন্তর্জাতিক পরিস্থিতি যা, তাতে বাংলাদেশ আরব আমিরাতে গিয়েই খেলতে চাইবে। সে ক্ষেত্রে পাকিস্তান নাছোড়বান্দা হলে সিরিজটাই অনুষ্ঠিত না হওয়ার হুমকির মুখে পড়তে পারে। এর আগে যেমন পিসিবির একগুঁয়েমির কারণে একটি সিরিজ বাতিল পর্যন্ত করতে হয়েছিল।

Leave a Reply