শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা! জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন।
মাশরাফির বদলি খুঁজছে নির্বাচকরা। তবে অধিনায়ক মাশরাফির অনুপস্থিতিতে বাংলাদেশ দলের নেতৃত্বে কে থাকবেন এখনো সে বিষয়ে জানা যায়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকেও কোনো বিজ্ঞপ্তি দেয়া হয়নি এ বিষয়ে।
তাঁর ভাষায়, ‘শ্রীলঙ্কা সফরে মাশরাফি আমাদের সঙ্গে যাচ্ছে না। আমরা তার বদলি নিয়ে চিন্তা-ভাবনা করছি।’শুক্রবার মিরপুরে অনুশীলনের সময় ডান পায়ে চোট পেয়েছেন তিনি। এই চোটই তাঁর জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মাশরাফি।
সেই সময় ফিজিও বলা সত্ত্বেও স্ক্যান করাননি মাশরাফি। চোট নিয়েই খেলা চালিয়ে গেছেন বিশ্বকাপে। জানা গেছে, সেই পুরনো জায়গায় আজ (১৯ জুলাই) আবারো চোট পেয়েছেন তিনি।
ঘটনাটি ঘটে শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের সেন্ট্রাল উইকেটে বোলিং অনুশীলনের সময়। নেট সেশনে বোলিং করার সময় এক পর্যায়ে থেমে যান মাশরাফি। সঙ্গে সঙ্গে তিনি অনুশীলন ছেড়ে ড্রেসিং রুমে ফিরে আসেন এবং জাতীয় দলের চিকিৎসক দেবাশিষ চৌধুরীর শরণাপন্ন হন।
বাংলাদেশ দলের চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘আমি যেই অবস্থা দেখছি, সে খেলার জন্য মোটেও প্রস্তুত নয়। আমার মনে হচ্ছে শ্রীলঙ্কা সিরিজে তাঁর খেলা উচিত নয়। বাকিটা বোর্ডের ওপর।’
একই দিন চট্টগ্রামে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলতে দিয়ে পায়ের গোড়ালিতে চোট পান পেসার রুবেল হোসেন। তাঁকেও ম্যাচের মাঝে মাঠ ছাড়তে হয়।নিজের বোলিং কোটা সম্পূর্ণ করতে পারেননি রুবেল। ৭.৫ ওভার বোলিং করেছেন তিনি। তবে রুবেলের চোটও গুরুতর নয় বলে নিশ্চিত করেছেন ‘এ’ দলের ম্যানেজার হাবিবুল বাশার।
তাঁর ভাষায়, ‘ওর পায়ের গোড়ালিতে একটু সমস্যা হয়েছে। অনেক দিন পর খেলছে তাই হয়তো। বেশি সমস্যা নয়। স্ক্যান করানোর মতো না।’শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ দলের ১৪ সদস্যের স্কোয়াডে রয়েছেন রুবেল। লঙ্কান সফরের আগে প্রস্তুতি সারতে ‘এ’ দলের হয়ে খেলছেন তিনি।
ইনজুরিতো খেলছেন না অধিনায়ক মাশরাফি ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। এই দুই জনের পরিবর্তে দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার ফরহাদ রেজা ও পেসার তাসকিন আহমেদ। আর দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন ওপেনার তামিম ইকবাল।
শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল(অধিনায়ক), মুশফিকুর রহিম, রুবেল হোসেন, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়।
