আগামী নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশে বসছে বিপিএলের সপ্তম আসর। সেই আসরকে সামনে রেখে দেশ-বিদেশের তারকা ক্রিকেটারদের দলে ভেড়াচ্ছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। দুইজন বিদেশী সরাসরি অন্তর্ভুক্তি করার নিয়মে ফ্র্যাঞ্চাইজিগুলো বিদেশী তারকা ক্রিকেটারদের দলে নিতে দৌড়-ঝাঁপ দিচ্ছে।
তারই ধারাবাহিকতায় বিপিএলের ফ্র্যাঞ্চাইজি ঢাকা ডায়নামাইটস এবার দলে ভিড়িয়েছে ইংল্যান্ডের সদ্য বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগানকে। ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজিটি’র প্রধান নির্বাহী ওবায়েদ নিজাম।
তবে শুধু দলে ভিড়িয়েই ক্ষান্ত হচ্ছেন না তারা। দলের বর্তমান দেশী আইকন ও অধিনায়ক সাকিব আল হাসানকে সরিয়ে এই ইংলিশ ক্রিকেটারের হাতে দলটির অধিনায়কের দায়িত্ব দেয়ার পরিকল্পনাও আছে ফ্র্যাঞ্চাইজিটি’র! ঢাকার অধিনায়কত্ব করতেন সাকিব। গত আসরেও তিনি ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক ছিলেন। তবে আগামি আসরে তাঁকে হয়তো দেখা যাবে না। বিশ্বকাপ জয়ী অধিনায়কের কাঁধে ঢাকা তাদের অধিনায়কত্ব তুলে দিচ্ছে।
সরাসরি এ ব্যাপারে কিছু না বললেও, ওবায়েদের নিজামে’র কথায় এমনটিই আঁচ পাওয়া গেছে। ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক ইয়ন মরগ্যান, অপরদিকে বাংলাদেশ দলের টেস্ট ও টি-২০ দলের অধিনায়ক সাকিব আল হাসান। দুইজনই অধিনায়কত্বের অংশীদার, কার হাতে উঠবে দলের নেতৃত্ব? এমন প্রশ্নে ওবায়েদ নিজাম বলেন, ‘এই বিষয় (অধিনায়ক) নিয়ে আমাদের ভাবতে হবে। কারণ, আপনি জানেন আমাদের সাথে সাকিব আছে। এবং সে বেশ কিছু সময় (বেশ কিছু বছর) ধরে নেতৃত্ব দিচ্ছে।’
