ইসমাইল হোসেন. সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে গত এক সপ্তাহ যাবৎ বন্যার পানি বিপদসীমার উপর দিয়ে প্লাবিত হওয়ায় সরিষাবাড়ীর আনাচে-কানাচে রাস্তাঘাট সহ ঘরবাড়ি ডুবে যায়। জানা যায় প্লাবিত হয় সরিষাবাড়ি উপজেলার গুরুত্বপূর্ণ কিছু স্থান। তন্মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, খাদ্যগুদাম, ফায়ার সার্ভিস,সরিষাবাড়ি থানা, বাসষ্ট্যান্ড, রেল ষ্টেশন,শিমলা বাজার ও আরাম নগর বাজার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
বানভাসি মানুষগুলো নিরুপায় হয়ে কেউ কেউ তাদের প্রিয় গবাদিপশুগুলো নিয়ে আশ্রয় নিয়ে ছিলো বাউসী রেল লাইনের উপর ,সরিষাবাড়ি রেলস্টেশন ও পৌর সভার আশ্রয় কেন্দ্রে বলে জানা যায়। প্রত্যক্ষ ও পরোক্ষ সূত্রে দৃশ্যমান হয় বানভাসি মানুষগুলো পরিমানের তুলনায় অপ্রতুল ত্রাণ সামগ্রী পাচ্ছে বলে অভিযোগ উঠেছে বন্যার্তদের। অনেকেই বলছেন আমাদের ঘরবাড়ি ডুবে গেছে আমরা ভাসমান। আমাদেরকে চাল দিলে কিভাবে রান্না করে খাবো সুতরাং চাল না দিয়ে বেশি বেশি শুকনো খাবার দেয়া উচিত বলে মনে করছেন অনেকেই অতঃপর দেখা যায় শুকনো খাবার কিনে খাচ্ছেন ত্রাসের চাল বিক্রি করে অনেকেই ।
তাই ত্রাণ বিতরণের বিষয়টি অপ্রতুল না রেখে জনগণের চাহিদা মতো সুষ্ঠভাবে বিতরণ করা উচিত বলে মনে করছেন অন্তরালের গুণী মহল। এদিকে সরিষাবাড়িতে গত ৩ দিন যাবৎ বন্যার পানি কমতে শুরু করেছে বলে জানা যায়। অনেক রাস্তাঘাট জেগে উঠেছে বাড়িঘর থেকে সরে যাচ্ছে বন্যার পানি। তাই বানভাসিরা চলে যেতে শুরু করেছে নিজ গৃহে। কর্মহীন এমন সময়ে প্রকৃতি নির্মম বৈরীতা দেখে অনেক দিনমজুরী কেঁদে কেঁদে বলেন সরকার যদি আমাদের সাহায্য সহযোগিতা না করেন। তাহলে কখনোই সম্ভব না পুনরায় কোমর সোজা হয়ে দাঁড়ানো।
