ব্রেকিং নিউজ

যেসব বিদেশী ক্রিকেটার এবারের বিপিএল মাতাবেন, জেনে নিন

গত ২/৩ দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিপিএল নিয়ে চলছে নানান পোস্ট। বিশেষ করে খুলনা টাইটান্সের অফিসিয়াল পেইজে শেন ভিডিও বার্তায় বিপিএল খেলার কথা প্রকাশ হওয়ার পর।

এ পর্যন্ত যত নিউজ/আপডেট মিলেছে কোনোটিই অফিসিয়ালভাবে মিলেনি। বিভিন্ন অনলাইন পত্রিকা ও গ্রুপের পোস্টনুযায়ী এখন পর্যন্ত যাদের আপডেট পাওয়া গেছে-
★ শেন ওয়াটসন (খুলনা)
★ ইমরান তাহির (খুলনা)
★ বেন স্টোকস (রংপুর)
★ মোহাম্মদ নবী (রংপুর)
★ ইয়ন মরগান (ঢাকা)
★ জস বাটলার (ঢাকা)
★ মিচেল স্টার্ক (ঢাকা)
★ গ্লেন ম্যাক্সওয়েল (কুমিল্লা)

Leave a Reply