ব্রেকিং নিউজ

সরিষাবাড়ীর পৌর পিতা ত্রাণ বিতরণ করলেন বন্যার্তদের মাঝে

ইসমাইল হোসেন, সরিষাবাড়ি (জামালপুর)প্রতিনিধিঃ প্রকৃতি যেন বৈরীতা শুরু করেছে মানুষের ভাগ্যের সাথে। আজ কয়েক দিন যাবৎ জামালপুরের সরিষাবাড়িতে বন্যার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তার সাথে শুরু হয়েছে পুনরায় অনবরত বৃষ্টি। সবমিলিয়ে যেন জনজীবন নির্বিকার। তাই বন্যার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সরিষাবাড়ী জনমানুষের প্রিয়মূখ মেয়র রুকুনুজ্জামান রুকন। ত্রাণ বিতরণ করছেন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে বানভাসী মানুষের কাছে।

তিনি প্রত্যেক ওয়ার্ডের কমিশনারদের নিয়ে সারাদিন ব্যাপী ত্রাণ বিতরণ করেন এবং ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল শুকনো খাবার ও ৫ কেজি করে চাল। পৌর মেয়র রুকুনুজ্জামান বন্যার্ত মানুষদের জন্য পৌরসভার আশ্রয় কেন্দ্র খুলেছেন বলে জানা যায়। তিনি বানভাসী মানুষের জন্য জরুরী প্রয়োজনে একটি ফোন নাম্বার দিয়েছেন ফেসবুকে যাতে অসহায় বন্যার্ত মানুষগুলো সহজেই সেবা পেতে পারেন। প্র

ত্যক্ষ ও পরোক্ষ সূত্রে জানা যায় কে এস বি কলোনি ও ঝালুপাড়া ঘাটের আদিবাসীদের প্রায় ২০০ পরিবার আশ্রয় নিয়েছে সরিষাবাড়ি পৌরসভার আশ্রয় কেন্দ্রে। মেয়র রুকুনুজ্জামান বলেন অসহায় বন্যার্ত মানুষদের পাশে দাঁড়াতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। কারণ প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব এমন অসহায় দুর্যোগপূর্ণ সময়ে মানুষের পাশে এসে দাঁড়ানো। আমি উদাত্ত আহ্বান জানাবো সমাজে যারা বৃত্তশালী আছেন তারা সকলেই এই অসহায় বন্যার্ত মানুষের পাশে এসে দাঁড়ান। তাদেরকে সাহায্য সহযোগিতা করুন।

Leave a Reply