আসন্ন শ্রীলংকা সফরে অনিশ্চিত অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা, হ্যামস্ট্রিং ইনজুরীতে আক্রান্ত হয়েছেন তিনি (সূত্র এনটিভি)। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বললেন, সে ছিটকে পড়েছে সিরিজ থেকে। অন্তত তিন সপ্তাহ লাগবে চোট থেকে সেরে উঠতে।
নিঃসন্দেহে দেশসেরা পেসার ও অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা, বল হাতে দলকে বহু সাফল্য এনে দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও আছে দেশকে জয়ী করার মতো অনেক পারফরম্যান্স, আর অধিনায়কত্ব দিয়ে বিশ্বের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন মাশরাফিক। হয়েছেন দেশের হয়ে সর্বোচ্চ ওয়ানডে ম্যাচ জেতা অধিনায়ক।
তিনজাতির সিরিজে বল হাতে দূর্দান্ত করার পর প্রথমবারের মতো বাংলাদেশকে শিরোপা এনে দিলেও সদ্য শেষ হওয়া বিশ্বকাপে বল হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন মাশরাফি। চারদিক থেকে সমালোচনার তীরে বিদ্ধ হওয়া মাশরাফিকে যেনো জোর করেই অবসরে পাঠাতে ব্যস্ত সমালোচকরা।
সাকিবও থাকছেন না শ্রীলংকা সিরিজে, মাশরাফি খেলতে না পারলে অভিজ্ঞ রিয়াদ কিংবা তামিমই হতে পারে অধিনায়ক। আর দুজনকে ছাপিয়ে ভবিষ্যত অধিনায়ক হিসেবে ভাবা মেহেদী হাসান মিরাজকে অধিনায়কত্ব দেওয়া হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।।=== তথ্য ও সূত্===== প্রথম আলো।
