ব্রেকিং নিউজ

যে বিশাল মূল্যে ওয়াটসনকে দলে ভিড়াচ্ছে খুলনা টাইটান্স

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) পঞ্চম আসরে ঢাকা ডাইনামাইটসের হয়ে খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার শেন ওয়াটসনের। কিন্তু সেবার কাফ মাসলের চোটে টুর্নামেন্টে যোগ দেয়া সম্ভব হয়নি তাঁর।

এবার অবশ্য সেই আক্ষেপ ঘুচতে যাচ্ছে ওয়াটসনের। বিপিএলের সপ্তম আসরে খুলনা টাইটান্সের হয়ে মাঠ মাতাবেন বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লীগগুলোর অন্যতম এই হটকেক। এরই মধ্যে খুলনা কর্তৃপক্ষ ওয়াটসনকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে। সবকিছু ঠিক থাকলে পুরো আসরের জন্যই ওয়াটসনকে পাচ্ছে খুলনা।প্রায় ২ লাখ ইউএস ডলারে দলে ভিড়াচ্ছে ওয়াটনকে।

টাইটান্সের হয়ে বিপিএলে খেলার সুযোগ পেয়ে বেশ রোমাঞ্চিত এই তারকা খেলোয়াড়। বিশ্বের অনেক তারকা ক্রিকেটারদের সঙ্গে খেলার জন্য মুখিয়েই আছেন তিনি। ৩১৬ টি টোয়েন্টি খেলার অভিজ্ঞতা সম্পন্ন ওয়াটসন এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমি অনেক বেশি রোমাঞ্চিত খুলনা টাইটান্সে যোগ দিতে পেরে। বিপিএল এমন একটি টুর্নামেন্ট যেখানে আমি সবসময় খেলতে চেয়েছি এবং অবশেষে আমি সেই সুযোগটি পেলাম। বিপিএলে বাংলাদেশের স্থানীয় ক্রিকেটার থেকে শুরু করে বিদেশী অনেক তারকা ক্রিকেটাররা খেলে। তাই বিপিএলে শেষ পর্যন্ত সুযোগ পাওয়া আমার জন্য অবশ্যই বিশেষ কিছু।’

বাংলাদেশের হাজার হাজার ক্রিকেট প্রেমী মানুষের সামনে খেলতে পারাটাকেও বিশেষ কিছু বলে মনে করেন ওয়াটসন। একই সঙ্গে খুলনাকে প্রথম শিরোপা এনে দেয়ার লক্ষ্য তাঁর।

প্রথমবারের মতো বিপিএলে মাঠে নামার অপেক্ষায় থাকা ওয়াটসনের ভাষায়, ‘বাংলাদেশের অবিশ্বাস্য ক্রিকেট প্রেমী মানুষদের সামনে খেলার সুযোগ আরেকটি বিশেষ ব্যাপার আমার জন্য। খুলনা টাইটান্সের কোচিং এবং ম্যানেজমেন্ট প্যানেল একত্রিত হয়ে একটি দারুণ স্কোয়াড বানিয়েছে। আশা করি আমরা শিরোপা ঘরে তুলতে পারবো যেটার জন্য সর্বদা আমরা অপেক্ষা করে আছি।’

https://web.facebook.com/watch/?v=928264397512868

Leave a Reply