ব্রেকিং নিউজ

তরুণরাই পারে বেকার শব্দকে বেকার করতে

নিজস্ব প্রতিবেদক,জনগণের কণ্ঠ:-

বর্তমান সময়ের তরুণ উদ্যোক্তাদের মাঝে অন্যতম সুজয় দে। তিনি সফটকেয়ার আইটির সহ প্রতিষ্ঠাতা এবং একজন সফল উদ্যোক্তা। তার চলার পথের কিছু অভিজ্ঞতা শেয়ার করেছেন আজ আমাদের সাথেঃ

আপনি একজন তরুণ উদ্যোক্তা, একজন সফল উদ্যোক্তা বলা যায় আপনাকে।
– আসলে সফল কিনা জানি না, তবে যে স্বপ্ন বুকে নিয়ে আর ইচ্ছে শক্তি নিয়ে নেমেছিলাম অজানা পথে সে পথ এখন অনেকটাই পরিচিত হয়েছে।

কিভাবে শুরুটা ছিল?
– শুরু বলতে অনেকটা ঘোরের মাঝেই হয়ে গেছে অনেক কিছু। আসলে জীবনে কিছু করতে চাইলে সব থেকে বেশী যে জিনিস গুলো প্রয়োজন সেটা হলো একদম মন থেকে সৎভাবে ইচ্ছা আর বুক ভরা সাহস, কারণ রিস্ক ছাড়া কিছু সম্ভব না জীবনে, সেটা যে ক্ষেত্রেই হোক না কেন। আর এছাড়া আরো বড় একটা বেপার কাজ করেছে তা হলো টিম ওয়ার্ক। ছোট সময় যেমন গল্প পড়েছি কাঠি ভাঙ্গার যে একটা কাঠি সহজেই ভেঙ্গে যায় কিন্তু একসাথে অনেকগুলো কাঠি হলে তখন তা শক্ত বাশের মত সহজে ভাঙ্গা যায় না, টিম ওয়ার্ক জিনিসটা সেরকম। আমি কখনো হতাশ হলেও বা ভেঙ্গে পরলেও আমার বাকী সাথীদের সাহায্যে তা সহযেই ওভারকাম করতে পেরেছি। তাই আমার মনে হয় এই জিনিসটা খুব দরকারী আবার একই ভাবে যদি টিম মেম্বারদের আত্মার বন্ধন না থাকে তাহলে হিতে বিপরিতই হবে। আর এছাড়া স্ট্রাগল বা কষ্ট সে তো যে কোন কিছুতেই রয়েছে। কিছু অর্জন করতে গেলে অবশ্যই অনেক কিছু সেক্রিফাইজ করতে হয়, কষ্ট করতে হয়। সেসব আছে, কিন্তু আলাদা করে আর বলতে চাই না।

আপনি অনেক ধরনের ব্যবসাই তো করেছেন শুরুর দিকে?
– হ্যাঁ । আসলে মধ্যবিত্ত পরিবার থেকে এসে বিনা পুঁজিতে কিছু করে নিজেকে প্রতিষ্ঠা করা খুব একটা সুখের হয় না। তাই অনেক কিছুই করা হয়েছে, এখনো করি। আমি ফল ও বিক্রি করেছি, ডেলিভারিম্যান এর কাজ ও করেছি আবার কাপড়চোপড়ও বিক্রি করেছি। এমন অনেক কিছুই করেছি, তবে আমি মনে করি এই সবগুলো কাজ আমাকে আজকের এইটুকু হতে সাহায্য করেছে, যদিও আরো অনেক বাকী আছে সামনে যাবার, কেবল তো শুরু ।

সফটকেয়ার নিয়ে কিছু বলুন।
– সফটকেয়ার এখন আসলে রক্তে মিশে গেছে, এটা নিজের সন্তানের মত। সফটকেয়ারে আমার সহকর্মী থেকে শুরু করে রুমের টেবিল টা পর্যন্ত এখন মনে হয় আমার আত্মার আত্মীয় ।

সফটকেয়ার এ এখন মোট কত জন কাজ করছে?
– আসলে সফটকেয়ার এ এখন অনেকগুলো শাখা হয়েছে, যেমন ডেভেলপমেন্ট সাইট, ট্রেইনিং ইন্সটিটিউট, কনসালটিং ফার্ম। এছাড়াও আমাদের এখন কয়েকটি সিস্টার কম্পানি রয়েছে, শপকেয়ার, মাদ্রে-হেলথ কেয়ার, সফটকেয়ার স্টুডিও, সফটকেয়ার পাবলিকেশন সহ আরো বেশ কিছু। আমাদের বেশ কিছু পার্টনার কম্পানি রয়েছে দেশে এবং ভারতেও। তো সব মিলিতে আমাদের এখন প্রায় ২৫ জন কাজ করছে এছাড়াও পার্ট টাইম বা অনলাইনে আরো প্রায় ১৫ জন কাজ করছে আমাদের সাথে।

তরুণদের আপনি কি বলবেন?
– তেমন কিছু বলবো না, কারণ কিছু বলার মত বা উপদেশ দেবার মত কেউ হইনি এখনো আমি। তবে আমার যেটা মনে হয় কেবল তরুণরাই পারে বেকার শব্দকে বেকার করতে, অর্থাৎ এই যে চাকরী নেই বেকার বসে আছে এই অজুহাত থেকে বের হয়ে এসে তরুণরাই পারে নিজে কিছু করতে আর সাথে অন্য দশজনের জন্য কাজের ক্ষেত্র তৈরি করতে। আমি যদি মধ্যবিত্ত পরিবার থেকে এসে বিণাপুজিতে শুধু মাত্র ইচ্ছা আর পরিশ্রমে এই পর্যন্ত আসতে পারি তাহলে ইচ্ছাশক্তি থাকলে যে কেউ পারবে আশা করি। তারপরও কিছু ব্যাতিক্রম তো থাকবেই।

<strong>অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সময় দেবার জন্য। অনেক গল্পশোনার বাকী রয়ে গেলো অন্য একদিন আমাদের পাঠকদের জন্য আবার নিয়ে আসবো আশা করি।
– যদি তখনও উদ্যোক্তা হিসেবে বাজারে টিকে থাকি তাহলে, হা হা হা… হারিয়ে গেলে আর কেউ শুনবে না।
ধন্যবাদ আপনাকে।
– আপনাকেও, আমার মত একজনের সাথে কথা বলার জন্য । হা হা হা

Leave a Reply