আসন্ন শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে আজ থেকেই অনুশীলনে নেমেছে বাংলাদেশ। আর এই অনুশীলন চলবে আগামী ১৯ জুলাই পর্যন্ত। এদিকে ঐছিক অনুশীলনের প্রথম দিনেই ছিলেন না তামিমসহ ৬ জন ক্রিকেটার। মিরপুরে এদিনে ছিলেন না ছুটিতে থাকা তামিম, সাব্বির ও মিঠুন আর এ দলের হয়ে খেলার জন্য নেই রুবেল, তাইজুল ও এনামুল হক বিজয়।
বিশ্বকাপের পর স্বল্প বিরতিতেই আবার শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ। প্রাথমিক পরিকল্পনায় এ সফরের আগে প্রস্তুতি নেওয়ার কথা ছিলো না বাংলাদেশের। সরাসরি শ্রীলঙ্কায় পৌঁছে ম্যাচের আগে প্রস্তুতি সারার কথা ছিলো। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পাল্টেছে। প্রস্তুতি সেরেই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ।
এদিকে ভারতে অবস্থানরত তাইজুল ইসলাম সরাসরি শ্রীলঙ্কায় চলে যাবেন। আবার চট্টগ্রামে অবস্থানরত এনামুল হক বিজয় ১৯ জুলাই আফগানিস্তানের বিপক্ষে খেলে দলের সঙ্গে চলে যাবেন। উল্লেখ্য, আগামী ২৬ তারিখ শুরু হবে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে সিরিজ।
