চারদিনের ম্যাচ ড্র করেছিল বিসিবি একাদশ।
নিজেদের দ্বিতীয় ম্যাচে ডঃ ডি ওয়াই পাতিল ক্রিকেট অ্যাকাডেমির বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ দল। প্রথম দিন শেষে ৮ উইকেট হারিয়ে ৩০০ রান করেছিল ডঃ ডি ওয়াই পাতিল ক্রিকেট অ্যাকাডেমি। তবে শেষ পর্যন্ত ৩৩১ রানেই অলআউট হয়ে যায় তারা।
বাংলাদেশের হয়ে তাইজুল ৬টি, তাসকিন ২টি উইকেট শিকার করেছেন। শহিদুল ইসলাম ও নাইম হাসান ১টি করে উইকেট শিকার করেছেন।
৩৩১ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল দুই ওপেনার সাদমান ইসলাম অনিক ও জহুরুল ইসলাম। তবে হাফসেঞ্চুরি থেকে ১ রান দূরে থেকেই সাঝঘরে ফিরেন সাদমান। এরপর জহুরুল ৪৫ রান করে ফিরেন।
বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি মুমিনুলও। তিনি ১৮ রান করে সাঝঘরে ফিরেন। অন্যদিকে ৫০ বলে ৫ চার ও ১ ছয়ে ৩৪ রান করে সাঝঘরে ফিরেন শান্ত। শান্তর বিদায়ের পর সোহানের সঙ্গে দলের হাল ধরেন আরিফুল হক।
কিন্তু তিনি ১৪ রান করে সাঝঘরে ফিরেন। এরপর মাঠে নামেন সাইফ হাসান। সোহানের সঙ্গে দলের হাল ধরেছেন তিনি। দিনশেষে দুইজনই অপরাজিত আছেন। সোহান ৬৭ ও সাইফ ২৭ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ৭৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৬১ রান।
