লাওসকে হারিয়ে কাতার-২০২২ বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ের দ্বিতীয় পর্বে ওঠার পর বাংলাদেশের অপেক্ষা ছিল প্রতিপক্ষ কারা, তা জানার। অবেশেষ আজ (বুধবার) পাওয়া গেলো প্রতিপক্ষ দেশগুলোর নাম।
আজ বিকেলে মালয়েশিয়ার রাজধানী কুয়াললামপুরে হয়েছে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের ড্র। বাংলাদেশ পড়েছে ‘ই’ গ্রুপে।
বাছাইয়ের দ্বিতীয় পর্বে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে- আফগানিস্তান, ভারত, ওমান এবং ২০২২ বিশ্বকাপের স্বাগতিক দেশ কাতার।
বাফুফের একটু সদিচ্ছা থাকলে আর খেলোয়াড়েরা নিজেদের সেরাটা দিতে পারলেই কিন্তু কাতার বিশ্বকাপে বাংলাদেশকে দেখা যেতে পারে।
