ব্রেকিং নিউজ

“ঝিঙ্গাবাড়ী কলেজ” টানা ৩য় বার কানাইঘাট উপজেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত

এম, সাহেদুল কারিম চৌধুরী,,কানাইঘাট (সিলেট) প্রতিনিধি :- কানাইঘাট উপজেলার সুরমার তীরে নিরিবিলি ক্যাম্পাসে অবস্থিত ঝিঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজ। প্রতিষ্ঠানটির ইতিহাস খুবই প্রাচীন,যা ঝিংঙ্গাবাড়ী হাই মাদ্রাসার একটি অংশ হিসেবে ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। সেই ১৯৬০ সালথেকে ঝিংঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয় বৃহত্তর অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে, যার আলোয় আলোকিত হয়েছে এ অঞ্চল, অসংখ্য ব্যক্তিবর্গ প্রতিষ্ঠিত হয়ে দেশ ও জাতীর কল্যাণে অবদান রেখে যাচ্ছেন ।

উচ্চ পর্যায়ে শিক্ষার আলো ছড়াতে ২০১৫ সালে এক ব্যতিক্রম বৈশিষ্ট্য নিয়ে প্রতিষ্ঠানটি কলেজ শাখা পর্যন্ত বর্ধিত হয় । ঝিংঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজ ২০১৭ সালে এইচ,এস,সি পরিক্ষায় অংশগ্রহণ করে কানাইঘাট উপজেলার মধ্যে ১ম স্থান অধিকার করে এরই ধারাবাহিকতায় ২০১৮ ও ২০১৯ সালেও টানা ৩য় বারের মতো কানাইঘাটের শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়। এবার কলেজের পাশের হার ছিল ৯৭.৯২%, যা ৪৮ জন শিক্ষার্থীর মধ্যে ৪৭ জন কৃতকার্য হয়। ম্যানেজিং কমিটির সদস্যরা বলেন আমাদের প্রতিষ্ঠানের ব্যতিক্রম বৈশিষ্ট্য আমাদেরকে সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে, ব্যতিক্রম বৈশিষ্ট্য হল:-

* এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান।
* স্কুল বিভাগ থেকে কলেজ বিভাগ সম্পূর্ণ আলাদা।
* কলেজ ইউনিফর্ম বাধ্যতামূলক।
* প্রতিদিন কলেজে উপস্থিত থাকতে হবে, অন্যথায় প্রতিদিনের অনুউপস্থিতির জরিমানা রয়েছে ।
* কলেজ চলাকালীন কলেজ থেকে বাহির হওয়া নিষিদ্ধ।
* স্কুলের মতো প্রতিদিনের পড়া প্রতিদিন শিখে আসতে হবে ।
* ইয়ারচেন্জ পরিক্ষায় কৃতকার্য হওয়া বাধ্যতামূলক।
* সর্বমোট ৭৫% উপস্থিতি বাধ্যতামূলক।
* দ্বাদশ শ্রেণীর টেষ্ট পরিক্ষায় কৃতকার্য না হলে ফাইনাল পরিক্ষায় দেওয়া হবে না।
* এছাড়া গরিব – অসহায় শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ বিশেষ সুবিধা ।
কমিটির সদস্যরা বলেন এ সাফল্য অধ্যক্ষ সহ শিক্ষকবৃন্দের, এ সাফল্য শিক্ষার্থী ও অভিবাবকদের পরিশ্রমের, এ সাফল্য সম্ভব হয়েছে এলাকাবাসী ও প্রবাসী ভাইদের সহযোগীতায়। এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সহযোগীতা কামনা করেন অধ্যক্ষ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ।

Leave a Reply