ব্রেকিং নিউজ

জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উদযাপন উপলক্ষে সংবাদকর্মীদের নিয়ে সাংবাদিক সম্মেলন

ইসমাইল হোসেন ,সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উদযাপন উপলক্ষে সংবাদকর্মী তথা সাংবাদিকদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ও সদস্য সচিব মোঃ কামরুজ্জামান খাঁন। সভায় মৎস্য কর্মকর্তা বলেন মাছ চাষে গাড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানে জাতীয় মৎস্য সেক্টরের সমৃদ্ধি ও সুনীল অর্থনীতির অগ্রগতি এগিয়ে যাবে বলে আজ ১৭ জুলাই হতে ২৩ জুলাই ২০১৯ ইং পর্যন্ত মৎস্য সপ্তাহ পালন করা হবে।

তাই সপ্তাহ ব্যাপী নানান কর্মসূচীর মধ্য দিয়ে চাষীদের মৎস্য বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা ও প্রমাণ্য চিত্র প্রদর্শন করে দেখানো হবে বলে জানান। তার সাথে সরিষা বাড়ী সকল জেলেদের নিয়েও ব্যাপক প্রশিক্ষণ ও আলোচনা আছে বলে জানান এই মৎস্য কর্মকর্তা। উক্ত অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন সরিষাবাড়ী প্রেসক্লাবের সহসভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক আবুল হোসেন, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি শফিকুল ইসলাম, ও বীর মক্তিযুদ্ধা ও সাংবাদিক আব্দুল আজিজ প্রমুখ।

পরিশেষে অনুষ্ঠানের সফলতা কামনা করে সমাপ্তি ঘোষনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা।

Leave a Reply