ব্রেকিং নিউজ

উচ্চমাধ্যমিক পরীক্ষায় সফলতা অর্জন করেছে গাছবাড়ি আইডিয়্যাল কলেজ

মুফিজুর রহমান নাহিদঃউচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে স্মরণ কালের সেরা সফলতা অর্জন করেছে গাছবাড়ি আইডিয়্যাল কলেজ। চলতি বছর এই কলেজটিতে উচ্চমাধ্যমিক পরিক্ষায় ২টি শাখা নিয়ে মোট ১৫৮জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে।

এদের মধ্যে ২টি শাখায় কৃতকার্য হয় মোট ১৩৩জন শিক্ষার্থী। বিজ্ঞান শাখা থেকে ২৭জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলে ২৫জন শিক্ষার্থী কৃতকার্য হওয়ার গৌরব অর্জন করে। রেজাল্টের শতকরা হার ৮৪.১৭%। মানবিক শাখা থেকে ১৩১জন পরিক্ষার্থী অংশ নিয়ে ১০৮ জন কৃতকার্য হয়।

গাছবাড়ি আইডিয়্যাল কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক শফিকুল ইসলাম এক প্রতিক্রিয়ায় বলেন, এই ফলাফলের মধ্য দিয়ে আমাদের প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা আরো বেড়ে গেলো। পাঠদানেরত কলেজের সকল শিক্ষিকদের সমন্বিত আন্তরিক প্রচেষ্টা আগামীতেও অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

Leave a Reply